ঢাকা , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

১৫৬ রানেই উইকেট শেষ ইংল্যান্ডের

  • পোস্ট হয়েছে : ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • 72

স্পোর্টস ডেস্ক: আজ হারলেই বিশ্বকাপের চলতি আসর থেকে ছিটকে পড়তে হবে, এমন বাস্তবতার চিন্তা মাথায় নিয়ে মাঠে নেমেছিল ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। বেঙ্গালুরুতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান নিয়েছিলেন জস বাটলার। শেষ পর্যন্ত ১৫৬ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ডের ইনিংস।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৩৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান এসেছে স্টোকসের ব্যাট থেকে।

শ্রীলঙ্কার হয়ে ৩৫ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার লাহিরু কুমারা। দুটি করে উইকেটের দেখা পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথ্যুস ও কাসুন রাজিথা।

দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান দেখে-শুনে শুরু করেছিলেন। সপ্তম ওভারে ২৮ রান করা মালানকে সাজঘরে ফিরিয়ে ৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনে নেমে রান আউটে কাটা পড়েছেন জো রুট। ইনফর্ম এই ব্যাটার এদিন দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফিরেছেন।

বেয়ারস্টো উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৩০ রান। এরপর জস বাটলার, লিয়াম লিভিংস্টোনদের কেউই সুবিধা করত পারেননি। তাদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখেছিলেন স্টোকস। এই মিডল অর্ডার ব্যাটার ৪৩ রানে ফিরলে ইংল্যান্ড থামে ১৫৬ রানে।

ফলে জিততে হলে ১৫৭ রান করতে হবে শ্রীলঙ্কাকে। তবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে নেট রান রেটের দিকেও নজর রাখতে হবে তাদের।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

১৫৬ রানেই উইকেট শেষ ইংল্যান্ডের

পোস্ট হয়েছে : ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক: আজ হারলেই বিশ্বকাপের চলতি আসর থেকে ছিটকে পড়তে হবে, এমন বাস্তবতার চিন্তা মাথায় নিয়ে মাঠে নেমেছিল ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। বেঙ্গালুরুতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান নিয়েছিলেন জস বাটলার। শেষ পর্যন্ত ১৫৬ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ডের ইনিংস।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৩৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান এসেছে স্টোকসের ব্যাট থেকে।

শ্রীলঙ্কার হয়ে ৩৫ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার লাহিরু কুমারা। দুটি করে উইকেটের দেখা পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথ্যুস ও কাসুন রাজিথা।

দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান দেখে-শুনে শুরু করেছিলেন। সপ্তম ওভারে ২৮ রান করা মালানকে সাজঘরে ফিরিয়ে ৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনে নেমে রান আউটে কাটা পড়েছেন জো রুট। ইনফর্ম এই ব্যাটার এদিন দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফিরেছেন।

বেয়ারস্টো উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৩০ রান। এরপর জস বাটলার, লিয়াম লিভিংস্টোনদের কেউই সুবিধা করত পারেননি। তাদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখেছিলেন স্টোকস। এই মিডল অর্ডার ব্যাটার ৪৩ রানে ফিরলে ইংল্যান্ড থামে ১৫৬ রানে।

ফলে জিততে হলে ১৫৭ রান করতে হবে শ্রীলঙ্কাকে। তবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে নেট রান রেটের দিকেও নজর রাখতে হবে তাদের।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: