বিনোদন ডেস্ক: ঘুমের মধ্যে প্রচন্ড নাক ডাকে রাশেদ। আর এতে প্রচণ্ড ক্ষিপ্ত তার স্ত্রী ঊর্মিলা। এ ঘটনা নিয়ে প্রতিনিয়তই তাদের বাক-বিতন্ডা হয়। ঊর্মিলা বলে, তার এই নাক ডাকার স্বভাব না গেলে সে তার সংসার করবে না।
রাশেদ বাধ্য হয়ে নাক ডাকার ট্রিটমেন্ট করার জন্য এক ধান্দাবাজ ডাক্তারের পাল্লায় পড়ে। ডাক্তার দিনের পর দিন রাশেদের কাছ থেকে
ভূয়া ওষুধপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়। কিন্তু তাতেও রাশেদের নাক ডাকা বন্ধ হয় না।
এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ডিস্টার্ব হাজবেন্ড’। রুহুল আমিন পথিকের গল্পে জয় সরকারের পরিচালনায় এতে অভিনয় করেছেন রওনক হাসান এবং সানিয়া জামান জারার। আরও আছেন শফিক খান দিলু, সায়লা কবিরাজ ও সাহেদ খন্দকারসহ অনেকে।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা জয় সরকার বলেন, ‘ডিস্টার্ব হাজবেন্ড’ নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে। আশা করি দর্শকদের ভালো লাগবে।
বিজনেস আওয়ার/০১ অক্টোবর, ২০২০/এ