আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের অব্যাহত হামলার পর চিকিৎসা ও জ্বালানি সরবরাহ না থাকায় গাজার অন্তত ৩০টি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়ে গেছে।
জ্বালনি ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ না থাকায় বেশ কয়েকটি হাসপাতালের বিভিন্ন অংশের স্বাস্থ্য সেবা বন্ধ করতে হয়েছে। নাসর হাসপাতালে শুধু জরুরি বিভাগ চালু আছে। অন্য সব বিভাগ বন্ধ করতে হয়েছে।
গাজায় সরবরাহের অনুমতি না থাকলে আগামী কয়েক ঘন্টা এবং দিনের পর বাকি হাসপাতালগুলোর কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে বলে স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়।
বিজনেস আওয়ার/পিএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: