আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ইসরাইলের পক্ষে গাজায় সেনা পাঠানোর কোনো ইচ্ছা ওয়াশিংটনের নেই। সিবিএসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
কমলা হ্যারিস বলেছেন, “গাজায় সৈন্য পাঠানোর আমাদের একেবারেই কোন উদ্দেশ্য নেই বা আমাদের কোন পরিকল্পনাও নেই।”
ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করার সময় তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্যও আহ্বান জানান।
তিনি বলেন, ইসরায়েলে ১৪০০ জন মারা গেছে। ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকার আছে,”।
তিনি বলেন, আমরা খুব স্পষ্ট বলেছি যে যুদ্ধের নিয়ম অবশ্যই মেনে চলতে হবে এবং সেখানে মানবিক সাহায্য প্রবাহিত হতে হবে।”
বিজনেস আওয়ার/পিএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: