স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে আজ সোমবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। পাঁচ ম্যাচ শেষে ২ জয় ও ৩ হারে সমান ৪ করে পয়েন্ট আছে দুই দলেরই। রান রেটে এগিয়ে থাকায় টেবিলের পঞ্চম স্থানে আছে লঙ্কানরা। আর সপ্তম স্থানে আছে আফগানরা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ মুখোমুখি দুই দল।
টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আফগানরা। পুনেতে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
আজকের ম্যাচের জয়ী দল সেমির পথে এক ধাপ এগিয়ে যাবে। অবশ্য হেরে যাওয়া দলেরও সুযোগ থাকছে শেষ চারে খেলার। তবে সেটা অনেক হিসেব-নিকেশের পর। এই মুহূর্তে রাউন্ড রবিন লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকা চার দলের পয়েন্ট ১০ ও ৮ করে। লঙ্কান ও আফগানদের ম্যাচের জয়ী দলের পয়েন্ট হবে ৬।
বিজয়ী দল নিজেদের শেষ তিন ম্যাচ জিতলে ১২ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের জন্য লড়াই করবে। হেরে যাওয়া দল ৪ নিয়ে শেষ তিন ম্যাচ জিতলে ১০ পয়েন্ট সংগ্রহে জমা করবে। তখন অন্যান্য দলের সঙ্গে সেমিতে খেলার সুযোগ থাকবে তাদেরও।
বিজনেস আওয়ার/এএইচএ