ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অবরোধের জেরে ইবির সব পরীক্ষা স্থগিত ঘোষণা

  • পোস্ট হয়েছে : ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • 63

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী টানা তিন দিনের অবরোধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনুষ্ঠিতব্য সকল বিভাগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এ ছাড়াও নিয়োগ পরীক্ষাও স্থগিত থাকবে।

সোমবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান।

তিনি বলেন, আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর সকল বিভাগের পরীক্ষা ও ‘কম্পিউটার অপারেটর’ পদের জব টেস্ট অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। তবে ক্লাস ও অফিসসমূহ যথারীতি চলবে। ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘ক্লাস ও অফিস চলার কারণে আমরা পুলিশ প্রটোকলে গাড়িগুলো ছাড়ার ব্যবস্থা করেছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমরা কাজ করে যাচ্ছি।’

প্রসঙ্গত, রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল পালনের পর দেশব্যাপী ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সোমবার (৩০ অক্টোবর) জামায়াতে ইসলামীও তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অবরোধের জেরে ইবির সব পরীক্ষা স্থগিত ঘোষণা

পোস্ট হয়েছে : ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী টানা তিন দিনের অবরোধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনুষ্ঠিতব্য সকল বিভাগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এ ছাড়াও নিয়োগ পরীক্ষাও স্থগিত থাকবে।

সোমবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান।

তিনি বলেন, আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর সকল বিভাগের পরীক্ষা ও ‘কম্পিউটার অপারেটর’ পদের জব টেস্ট অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। তবে ক্লাস ও অফিসসমূহ যথারীতি চলবে। ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘ক্লাস ও অফিস চলার কারণে আমরা পুলিশ প্রটোকলে গাড়িগুলো ছাড়ার ব্যবস্থা করেছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমরা কাজ করে যাচ্ছি।’

প্রসঙ্গত, রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল পালনের পর দেশব্যাপী ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সোমবার (৩০ অক্টোবর) জামায়াতে ইসলামীও তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: