আন্তর্জাতিক ডেস্ক : রাতভর ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে শিশুসহ কমপক্ষে ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলায় বহু মানুষ আহতও হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এর বরাত দিয়ে আল জাজিরা এ খবর প্রকাশ করে।
ওয়াফা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে আবু শামলার পরিবারের বাড়িতে হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে।
রাফাহতে হিজাজি পরিবারের মালিকানাধীন দ্বিতীয় আবাসিক ভবনে হামলায় নয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
মধ্য গাজা উপত্যকার আল-জাওয়াইদা এলাকায় ইসরায়েলি বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
এদিকে, আল-জায়তুন এলাকার একটি বাসভবনে বোমা হামলায় অন্তত সাতজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।
এছাড়াও গাজা উপত্যকার উত্তরাঞ্চলের একটি আবাসিক ভবনেও হামলা করা হয়েছে। হামলায় ৬ বছর বয়সী শিশুসহ তিনজন নিহত হয়েছে এবং নয়জন আহত হয়েছে।
ওয়াফার মতে বোমা বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে আটকে থাকা বেশ কয়েকজনকে নিয়ে নিহতের সংখ্যা বাড়তে পারে।
বিজনেস আওয়ার/পিএস