বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশ থেকে মৌসুমী বায়ু চলতি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
অক্টোবর মাসের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ পূর্বাভাস দেয়ার জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা আগারগাঁওয়ের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হয়। তার ভিত্তিতেই এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
মৌসুমী বায়ু প্রবাহকে বর্ষা বলা হয়। এ বায়ু প্রবাহের আগমনে বাংলায় শুরু হয় বৃষ্টি। বর্ষা ঋতু বিদায় নিলেও মৌসুমী বায়ু থেকে যাওয়ায় পরের ঋতুতেও বৃষ্টি হয়। যেমন এখন শরৎকালেও বৃষ্টি হচ্ছে। তবে এ মৌসুমী বায়ু চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে বিদায় নেবে। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে বিদায় ঘটবে বর্ষার।
চলতি মাসের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে বলতে গিয়ে অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, বছরের পুরো সময়েই রোদ, বৃষ্টি, বজ্রপাত, ঝড় ও বাতাসের শক্তি বা তীব্রতা বেশি দেখা গেছে। গ্রীষ্মের শুরু থেকে বঙ্গোপসাগরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বেশি ছিল। বর্তমান তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। তিনি বলেন, তাপমাত্রা বেশি থাকায় সাগরে দ্রুত বাষ্পীভবন ও লঘুচাপ তৈরি হয়। এতে দেশে বৃষ্টি বেশি হয় এবং ঝড় বেশি তীব্রতার সঙ্গে আঘাত হানে।
বিজনেস আওয়ার/০২ অক্টোবর, ২০২০/কমা