ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শমিকদের বিক্ষোভ, গাজীপুরে পুলিশ বক্সে আগুন

  • পোস্ট হয়েছে : ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • 62

বিজনেস আওয়ার প্রতিনিধি: টানা ৮ দিনের মতো মঙ্গলবার (৩১অক্টোবর) এ আন্দোলন ভয়াবহ পরিস্থিতিতি রূপ নিয়েছে। আন্দোলনরত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান করে। এ সময় তারা শফিপুর এলাকার ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দিয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শফিপুর এলাকায় এ হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাজীপুরের শফিপুর, মৌচাক ও চন্দ্রা এলাকার আশপাশের শ্রমিকরা বেতন বাড়ানো দাবিতে টানা অষ্টমদিনের মতো বিক্ষোভ করছে। বেলা ১১টার দিকে শফিপুরের অবস্থিত গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের বক্সে ভাঙচুর করে আগুন দেয়। এর পরপরই উত্তেজিত শ্রমিকরা চন্দ্রা এলাকায় ট্রাফিক বক্সে ভাঙচুর করে। এর আগে শফিপুর এলাকার তানহা হাসপাতাল নামের একটি প্রাইভেট হাসপাতালেও ভাঙচুর করে।

গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে বিভিন্নস্থানে অবস্থান নিয়ে মিছিল করছেন। আজকে অধিকাংশ কারখানা বন্ধ থাকায় শ্রমিকদের সংখ্যা কিছুটা কম। তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, পোশাক শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের ভাঙচুর না করে শান্ত থাকতে অনুরোধ করা হচ্ছে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শমিকদের বিক্ষোভ, গাজীপুরে পুলিশ বক্সে আগুন

পোস্ট হয়েছে : ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিনিধি: টানা ৮ দিনের মতো মঙ্গলবার (৩১অক্টোবর) এ আন্দোলন ভয়াবহ পরিস্থিতিতি রূপ নিয়েছে। আন্দোলনরত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান করে। এ সময় তারা শফিপুর এলাকার ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দিয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শফিপুর এলাকায় এ হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাজীপুরের শফিপুর, মৌচাক ও চন্দ্রা এলাকার আশপাশের শ্রমিকরা বেতন বাড়ানো দাবিতে টানা অষ্টমদিনের মতো বিক্ষোভ করছে। বেলা ১১টার দিকে শফিপুরের অবস্থিত গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের বক্সে ভাঙচুর করে আগুন দেয়। এর পরপরই উত্তেজিত শ্রমিকরা চন্দ্রা এলাকায় ট্রাফিক বক্সে ভাঙচুর করে। এর আগে শফিপুর এলাকার তানহা হাসপাতাল নামের একটি প্রাইভেট হাসপাতালেও ভাঙচুর করে।

গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে বিভিন্নস্থানে অবস্থান নিয়ে মিছিল করছেন। আজকে অধিকাংশ কারখানা বন্ধ থাকায় শ্রমিকদের সংখ্যা কিছুটা কম। তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, পোশাক শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের ভাঙচুর না করে শান্ত থাকতে অনুরোধ করা হচ্ছে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: