ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আগুন দেওয়া কারখানা নিয়ে যা বললেন অনন্ত জলিল

  • পোস্ট হয়েছে : ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • 87

বিনোদন ডেস্ক: ‘গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভের সময় অনন্ত গ্রুপের কারখানায় আগুন’ এমন শিরোনামে সোমাবার দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। আর সংবাদটি মিথ্যা বলে দাবি করেন অনন্ত গ্রুপের চেয়ারম্যান চিত্রনায়ক অনন্ত জলিল।

সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এদিন সন্ধ্যায় ‌‘গাজীপুরে বিক্ষোভে অনন্ত জলিলের কারখানায় আগুন দিয়েছে শ্রমিকরা’ শিরোনামে বেশ কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। বিষয়টি সামনে আসতেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেতা।

আগুন দেওয়া কারখানাটি তার নয় বলে দাবি করে ফেসবুক পোস্টে অনন্ত জলিল বলেন, ‘গাজীপুরের কোনাবাড়ীতে আমার কোনো ফ্যাক্টরি নেই। আমার দুটি গ্রুপ অফ কোম্পানি, একটি এ জে আই গ্রুপ এবং আরেকটি এ বি গ্রুপ। দুটিই সাভারের হেমায়েতপুরে অবস্থিত।’

সেইসঙ্গে বিদেশি ক্রেতাদের কাছে নিজ কোম্পানির ভাবমূর্তি নষ্ট না করতে গণমাধ্যমের প্রতিও অনুরোধ জানান তিনি। অনন্ত বলেন, ‘এ জে আই ও এ বি গ্রুপ বাংলাদেশের অর্থনীতিতে অনেক ভূমিকা রাখে। বিদেশের ক্রেতাদের কাছে আমার ও আমার কোম্পানির ভাবমূর্তির নষ্ট করার মত সংবাদ না ছাপানোর জন্য অনুরোধ করছি। বন্ধুরা, আপনারা এ ধরনের মিথ্যা নিউজ থেকে বিরত থাকুন।’

এই চিত্রনায়ক আরও বলেন, ‘এটা আমার বিনোদন জগতের সংবাদ না যে, যা ইচ্ছা তাই লিখে দিলাম। এটা রপ্তানিমূলক গার্মেন্টস ইন্ডাস্ট্রির সংবাদ।’

উল্লেখ্য, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভের সময় পাশেই একটি তৈরি পোশাক কারখানায় আগুন দেওয়া হয়। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে অর্ধশতাধিক ব্যক্তি কারখানার ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন দেয়। তারা কারা, তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আগুন দেওয়া কারখানা নিয়ে যা বললেন অনন্ত জলিল

পোস্ট হয়েছে : ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক: ‘গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভের সময় অনন্ত গ্রুপের কারখানায় আগুন’ এমন শিরোনামে সোমাবার দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। আর সংবাদটি মিথ্যা বলে দাবি করেন অনন্ত গ্রুপের চেয়ারম্যান চিত্রনায়ক অনন্ত জলিল।

সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এদিন সন্ধ্যায় ‌‘গাজীপুরে বিক্ষোভে অনন্ত জলিলের কারখানায় আগুন দিয়েছে শ্রমিকরা’ শিরোনামে বেশ কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। বিষয়টি সামনে আসতেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেতা।

আগুন দেওয়া কারখানাটি তার নয় বলে দাবি করে ফেসবুক পোস্টে অনন্ত জলিল বলেন, ‘গাজীপুরের কোনাবাড়ীতে আমার কোনো ফ্যাক্টরি নেই। আমার দুটি গ্রুপ অফ কোম্পানি, একটি এ জে আই গ্রুপ এবং আরেকটি এ বি গ্রুপ। দুটিই সাভারের হেমায়েতপুরে অবস্থিত।’

সেইসঙ্গে বিদেশি ক্রেতাদের কাছে নিজ কোম্পানির ভাবমূর্তি নষ্ট না করতে গণমাধ্যমের প্রতিও অনুরোধ জানান তিনি। অনন্ত বলেন, ‘এ জে আই ও এ বি গ্রুপ বাংলাদেশের অর্থনীতিতে অনেক ভূমিকা রাখে। বিদেশের ক্রেতাদের কাছে আমার ও আমার কোম্পানির ভাবমূর্তির নষ্ট করার মত সংবাদ না ছাপানোর জন্য অনুরোধ করছি। বন্ধুরা, আপনারা এ ধরনের মিথ্যা নিউজ থেকে বিরত থাকুন।’

এই চিত্রনায়ক আরও বলেন, ‘এটা আমার বিনোদন জগতের সংবাদ না যে, যা ইচ্ছা তাই লিখে দিলাম। এটা রপ্তানিমূলক গার্মেন্টস ইন্ডাস্ট্রির সংবাদ।’

উল্লেখ্য, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভের সময় পাশেই একটি তৈরি পোশাক কারখানায় আগুন দেওয়া হয়। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে অর্ধশতাধিক ব্যক্তি কারখানার ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন দেয়। তারা কারা, তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: