আন্তর্জাতিক ডেস্ক : গাজা যুদ্ধের ‘প্রতিশোধ’ হিসেবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। আর ইসরায়েল বলেছে, মঙ্গলবার সকালে তারা লোহিত সাগরের উপরে একটি অজ্ঞাত বিমান ধ্বংস করেছে।
একজন সিনিয়র হুথি কর্মকর্তা এএফপিকে বলেছেন, ইরান-সমর্থিত ইয়েমেনি গোষ্ঠী দক্ষিণ ইসরায়েলের দিকে ড্রোন পাঠিয়েছে। হুথি সরকারের প্রধানমন্ত্রী আবদেলাজিজ বিন হাবতুর বলেছেন, “এই ড্রোনগুলো ইয়েমেন রাজ্যের।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ইসরায়েল-গাজা যুদ্ধের মধ্যে আঞ্চলিক উত্তেজনা বাড়ার সাথে সাথে ইসরায়েলের আকাশসীমার বাইরে একটি বিমানকে লক্ষ্য করে গুলি করেছে।
লোহিত সাগরের পর্যটন রিসোর্ট আইলাতে বিমান হামলার সাইরেন বাজতে শুরু করে। এসময় স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকে।
ইসরায়েলে সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের “সিস্টেমগুলো ইসরায়েলি ভূখণ্ডের দিকে একটি বায়বীয় লক্ষ্যবস্তু চিহ্নিত করেছে”। এটি “বেসামরিক লোকদের জন্য কোন হুমকি বা ঝুঁকি ছিল না,” বিবৃতিতে সন্দেহভাজন ড্রোনটির উৎপত্তি নিশ্চিত করা হয়নি।
তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এটি উত্তর ইয়েমেন থেকে আসতে পারে, যা ইরানের সমর্থনে হুথিদের দ্বারা পরিচালিত হয়।
বিজনেস আওয়ার/পিএস