ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ

  • পোস্ট হয়েছে : ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • 60

বিজনেস আওয়ার প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি নেতা আবুল কালাম আজাদকে আটকের খবরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের গাড়াইল গ্রামে এ ঘটনা ঘটেছে।

আবুল কালাম আজাদ সিদ্দিকী বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার গড়াইল গ্রামে বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়িতে জমায়েত হয়। এমন খবরে পুলিশ সেখানে উপস্থিত হয়। এ সময় আবুল কালাম আজাদকে আটক করতে গেলে নেতাকর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ত্রিমোহন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জমায়েত করে নেতাকর্মীরা। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গেলে তারা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে নাশকতা মামলার আসামি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা জীবন ও গোড়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়।

বিএনপির কয়েকজন নেতা জানান, তিন দিনের অবরোধ কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীরা আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়িতে জমায়েত হতে থাকেন। খবর পেয়ে বাড়ির মালিককে আটকের চেষ্টা করে পুলিশ। পরে পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ে নেওয়া হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে আবুল কালাম আজাদের বাড়িতে জমায়েত হয়। খবর পেয়ে পুলিশ গেলে তারা ইটপাটকেল ছোড়ে এবং মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জমায়েত করে। এ সময় পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টাঙ্গাইলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ

পোস্ট হয়েছে : ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি নেতা আবুল কালাম আজাদকে আটকের খবরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের গাড়াইল গ্রামে এ ঘটনা ঘটেছে।

আবুল কালাম আজাদ সিদ্দিকী বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার গড়াইল গ্রামে বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়িতে জমায়েত হয়। এমন খবরে পুলিশ সেখানে উপস্থিত হয়। এ সময় আবুল কালাম আজাদকে আটক করতে গেলে নেতাকর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ত্রিমোহন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জমায়েত করে নেতাকর্মীরা। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গেলে তারা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে নাশকতা মামলার আসামি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা জীবন ও গোড়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়।

বিএনপির কয়েকজন নেতা জানান, তিন দিনের অবরোধ কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীরা আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়িতে জমায়েত হতে থাকেন। খবর পেয়ে বাড়ির মালিককে আটকের চেষ্টা করে পুলিশ। পরে পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ে নেওয়া হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে আবুল কালাম আজাদের বাড়িতে জমায়েত হয়। খবর পেয়ে পুলিশ গেলে তারা ইটপাটকেল ছোড়ে এবং মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জমায়েত করে। এ সময় পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: