ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ডেকেছে ইসি

  • পোস্ট হয়েছে : ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • 78

বিজনেস আওয়ার প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে আবারও সংলাপ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৪ নভেম্বর ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন।

মঙ্গলবার (৩১ অক্টাবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ৪ নভেম্বর সকাল ও বিকেলে ২২টি করে মোট ৪৪টি দলের সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে কমিশন এ সিদ্ধান্ত দিয়েছে। এখন দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের চিঠি দেওয়া হবে।

ইসি জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে এই সংলাপ করবে কমিশন। সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারণ করা প্রত্যেক দলের দুজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে। নিবন্ধিত সব দলকে দুই ভাগে সংলাপের জন্য ডাকা হবে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ডেকেছে ইসি

পোস্ট হয়েছে : ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে আবারও সংলাপ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৪ নভেম্বর ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন।

মঙ্গলবার (৩১ অক্টাবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ৪ নভেম্বর সকাল ও বিকেলে ২২টি করে মোট ৪৪টি দলের সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে কমিশন এ সিদ্ধান্ত দিয়েছে। এখন দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের চিঠি দেওয়া হবে।

ইসি জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে এই সংলাপ করবে কমিশন। সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারণ করা প্রত্যেক দলের দুজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে। নিবন্ধিত সব দলকে দুই ভাগে সংলাপের জন্য ডাকা হবে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: