ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টে স্টিকার ছাড়া সব ধরনের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা

  • পোস্ট হয়েছে : ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • 52

বিজনেস আওয়ার প্রতিবেদক: সুপ্রিম কোর্টে বারের স্টিকার ছাড়া সব ধরনের গাড়ি প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সু্প্রিম কোর্টের নিরাপত্তা সংক্রান্ত কমিটি। আগামী সপ্তাহ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। এছাড়া, সুপ্রিম কোর্টের প্রতিটি ভবনের ফটকে নিরাপত্তা জোরদার এবং কিছু গেট নির্ধারিত সময়ের পর বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্র বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।

আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মমতাজ উদ্দিন ফকির, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীসহ আপিল ও হাইকোর্ট বিভাগের রেজিস্টাররা।

এছাড়া, পুলিশ মহাপরিদর্শকের প্রতিনিধি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং এসবি প্রতিনিধিসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

সভায় দেশের সার্বিক পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট অঙ্গন, প্রধান বিচারপতির বাসভবন ও ২০ তলা জাজেস কোয়ার্টারের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টি উঠে আসে। এসব স্থাপনার ট্র্যাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণসহ বিবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সুপ্রিম কোর্টে স্টিকার ছাড়া সব ধরনের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা

পোস্ট হয়েছে : ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: সুপ্রিম কোর্টে বারের স্টিকার ছাড়া সব ধরনের গাড়ি প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সু্প্রিম কোর্টের নিরাপত্তা সংক্রান্ত কমিটি। আগামী সপ্তাহ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। এছাড়া, সুপ্রিম কোর্টের প্রতিটি ভবনের ফটকে নিরাপত্তা জোরদার এবং কিছু গেট নির্ধারিত সময়ের পর বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্র বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।

আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মমতাজ উদ্দিন ফকির, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীসহ আপিল ও হাইকোর্ট বিভাগের রেজিস্টাররা।

এছাড়া, পুলিশ মহাপরিদর্শকের প্রতিনিধি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং এসবি প্রতিনিধিসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

সভায় দেশের সার্বিক পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট অঙ্গন, প্রধান বিচারপতির বাসভবন ও ২০ তলা জাজেস কোয়ার্টারের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টি উঠে আসে। এসব স্থাপনার ট্র্যাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণসহ বিবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: