বিজনেস আওয়ার প্রতিবেদক : সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জেনারেল বীমা ক্যাটাগরীতে মর্যাদাপূর্ণ আইসিএবি বেস্ট প্রেজেন্টেড এনুয়াল রিপোর্টস ২০২২’ এ গোল্ড এওয়ার্ড অর্জন করেছে।
সোমবার (৩০ অক্টোবর) দ্যা ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি) কর্তৃক ঢাকার প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁয়ে এই এওয়ার্ড তুলে দেওয়া হয়।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান হোসেন আখতার, মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও শেখ আজিজুল হক, এবং কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুজ্জামান সরকার উক্ত এওয়ার্ড গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন আইসিএবি প্রেসিডেন্ট মোঃ মনিরুজ্জামান এফসিএসহ আইসিএবির অন্যান্য নেতৃবৃন্দ।
বিজনেস আওয়ার/পিএস