আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচ চলাকালীন ফিলিস্তিনের পতাকা ওড়ানোর অভিযোগে চার দর্শককে আটক করেছে কলকাতা পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
স্থানীয় একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, ফিলিস্তিনের পতাকা ওড়ানোর জন্য ইডেন গার্ডেন স্টেডিয়ামের ৬ নম্বর গেট থেকে দুজন এবং জি১ ব্লক থেকে আরও দুজনকে আটক করা হয়েছে। আমরা তাদের উদ্দেশ্য জানার চেষ্টা করছি।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তারকৃত চারজনই ভারতীয় ‘দুজন ঝাড়খণ্ড ও একজন কলকাতার ইকবালপুর এবং অপরজন হাওড়ার বাসিন্দা।’
তিনি জানান, ময়দান থানা পুলিশের কাছ থেকে আইনপ্রয়োগকারী সংস্থা তাদের আটক করেছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সিনিয়র ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘স্টেডিয়ামে অবস্থানরত পুলিশ সদস্যরা প্রথমে বুঝতে পারেননি, বিক্ষোভকারীরা কী করছে। তারপর ফিলিস্তিনের পতাকা ওড়ানোর জন্য তাদের আটক করা হয়। তবে তারা এসময় কোনো স্লোগান দেননি।’
উল্লেখ্য, গাজায় গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত সাড়ে ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৩ হাজারের বেশি শিশু, আর ২ হাজারের বেশি নারী রয়েছেন। এছাড়া, আহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। পশ্চিম তীরেও হামলা বাড়িয়েছে ইসরাইলি বাহিনী।
বিজনেস আওয়ার/এএইচএ