বিজনেস আওয়ার প্রতিবেদক: জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠক করতে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের সদস্যরা।
বুধবার (১ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠায় ইসি। এরপর প্রধান বিচারপতি আজ বৈঠকের জন্য সময় নির্ধারণ করে দেন।
যেহেতু ১ নভেম্বর শুরু হচ্ছে সংসদ নির্বাচনের ক্ষণ গণনা, এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
বিজনেস আওয়ার/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: