ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু টানেলে স্পোর্টস কারের রেস, তরুণদের খুঁজছে প্রশাসন

  • পোস্ট হয়েছে : ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • 53

বিজনেস আওয়ার প্রতিবেদক:মধ্যরাতে কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে স্পোর্টস কার নিয়ে রেসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে টানেল কর্তৃপক্ষ। ইতিমধ্যে টানেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চারটি গাড়ি শনাক্ত করা গেছে।

টানেল চালুর দিনেই বেপরোয়া গতিতে স্পোর্টস কার চালানোর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সেই ভিডিও দেখার পর চারপাশে শুরু হয় সমালোচনা। এরপর স্পোর্টস কার চালানো সেই উঠতি বয়সের তরুণদের শনাক্তে উদ্যোগী হয় টানেল কর্তৃপক্ষ।

টানেলের ভেতরে-বাইরে থাকা সিসিটিভি ফুটেজের সহায়তায় এসব গাড়ির নম্বর খুঁজে বের করার চেষ্টা করে। এখন পর্যন্ত চারটি গাড়ি শনাক্ত করা হয়েছে। ওই রেসে যদিও অন্তত ১০টি গাড়ি ছিল। গাড়ি চালক তরুণদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করা হবে।

টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা জানিয়েছেন, টানেলের ভেতরে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার। কিন্তু রেসে অংশ নেওয়া গাড়িগুলো এর চেয়ে বেশি গতিতে চলেছে। শুধু তাই নয়, গাড়িগুলো যেভাবে প্রতিযোগিতায় মেতে উঠেছিল, তাতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটতে পারত। আমরা বিষয়টি সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছে। এরপর ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টানেলের দক্ষিণপ্রান্ত পড়েছে কর্ণফুলী থানায় আর শহর প্রান্ত পড়েছে পতেঙ্গা থানায়। আবার দুটি থানা নগর পুলিশের বন্দর জোনের অধীনে।

এই জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, সিসিটিভি ফুটেজ দেখে চারটি গাড়ি শনাক্ত করা হয়েছে। বাকি গাড়িগুলো শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় শীঘ্রই টানেল কর্তৃপক্ষ এজাহার দেবে। এরপর তদন্ত করে জড়িত তরুণদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বঙ্গবন্ধু টানেলে স্পোর্টস কারের রেস, তরুণদের খুঁজছে প্রশাসন

পোস্ট হয়েছে : ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক:মধ্যরাতে কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে স্পোর্টস কার নিয়ে রেসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে টানেল কর্তৃপক্ষ। ইতিমধ্যে টানেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চারটি গাড়ি শনাক্ত করা গেছে।

টানেল চালুর দিনেই বেপরোয়া গতিতে স্পোর্টস কার চালানোর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সেই ভিডিও দেখার পর চারপাশে শুরু হয় সমালোচনা। এরপর স্পোর্টস কার চালানো সেই উঠতি বয়সের তরুণদের শনাক্তে উদ্যোগী হয় টানেল কর্তৃপক্ষ।

টানেলের ভেতরে-বাইরে থাকা সিসিটিভি ফুটেজের সহায়তায় এসব গাড়ির নম্বর খুঁজে বের করার চেষ্টা করে। এখন পর্যন্ত চারটি গাড়ি শনাক্ত করা হয়েছে। ওই রেসে যদিও অন্তত ১০টি গাড়ি ছিল। গাড়ি চালক তরুণদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করা হবে।

টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা জানিয়েছেন, টানেলের ভেতরে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার। কিন্তু রেসে অংশ নেওয়া গাড়িগুলো এর চেয়ে বেশি গতিতে চলেছে। শুধু তাই নয়, গাড়িগুলো যেভাবে প্রতিযোগিতায় মেতে উঠেছিল, তাতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটতে পারত। আমরা বিষয়টি সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছে। এরপর ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টানেলের দক্ষিণপ্রান্ত পড়েছে কর্ণফুলী থানায় আর শহর প্রান্ত পড়েছে পতেঙ্গা থানায়। আবার দুটি থানা নগর পুলিশের বন্দর জোনের অধীনে।

এই জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, সিসিটিভি ফুটেজ দেখে চারটি গাড়ি শনাক্ত করা হয়েছে। বাকি গাড়িগুলো শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় শীঘ্রই টানেল কর্তৃপক্ষ এজাহার দেবে। এরপর তদন্ত করে জড়িত তরুণদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: