ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক কারখানার নিরাপত্তায় বিজিবি মোতায়েন

  • পোস্ট হয়েছে : ১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • 57

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা ও আশপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে তারা টহল শুরু করেছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানী ও আশপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশুলিয়া, সাভার, মিরপুর, রামপুরা, আব্দুল্লাহপুর, টঙ্গি ও গাজীপুর-কোনাবাড়ী এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

মজুরি বৃদ্ধির দাবিতে সপ্তাহখানেক ধরে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সেই জেরে বুধবার (১ নভেম্বর) মিরপুরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তোপের মুখে পড়েন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। পরে বাধ্য হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

এরই মধ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আন্দোলনের নামে দেশে তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেবে সরকার।

বিজনেস আওয়ার/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পোশাক কারখানার নিরাপত্তায় বিজিবি মোতায়েন

পোস্ট হয়েছে : ১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা ও আশপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে তারা টহল শুরু করেছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানী ও আশপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশুলিয়া, সাভার, মিরপুর, রামপুরা, আব্দুল্লাহপুর, টঙ্গি ও গাজীপুর-কোনাবাড়ী এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

মজুরি বৃদ্ধির দাবিতে সপ্তাহখানেক ধরে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সেই জেরে বুধবার (১ নভেম্বর) মিরপুরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তোপের মুখে পড়েন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। পরে বাধ্য হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

এরই মধ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আন্দোলনের নামে দেশে তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেবে সরকার।

বিজনেস আওয়ার/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: