ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দুই মাসের জন্য মাঠের বাইরে কার্ভাহাল

  • পোস্ট হয়েছে : ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • 34

স্পোর্টস ডেস্ক: স্পোর্টস ডেস্ক: শুক্রবার অনুশীলনের সময় ইনজুরিতে পড়ে দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ফুলব্যাক ড্যানিয়েল কার্ভাহাল। পায়ের পরীক্ষা করার পর দেখা গেছে তার ডান পায়ের হাটুর লিগামেন্টে চিড় ধরেছে। তার ইনজুরি থেকে মাঠে ফিরতে কমপক্ষে দুই মাস সময়ের প্রয়োজন হবে।’

ইনজুরির কারণে এল ক্লাসিকোও মিস করবেন কার্ভাহাল। আর তাই তো জিজুর দুঃশ্চিন্তা এবার একটু বেশিই বেড়েছে। এছাড়াও লা লিগায় লেভান্তে, কাদিজ, হুয়েস্কা, ভ্যালেন্সিয়া এবং ভিয়ারিয়ালের বিপক্ষের ম্যাচ মিস করবেন তিনি। কেবল তাইই নয় সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের চারটি ম্যাচেও দলের সঙ্গে থাকতে পারবেন না এই স্প্যানিশ ফুলব্যাক।

কার্ভাহালের ইনজুরির কারণে কপাল খুলে গেল আলভারো অদ্রিওজোলার। রিয়াল মাদ্রিদের দ্বিতীয় পছন্দের রাইট ফুলব্যাক তিনি। নিজেদের শেষ ম্যাচে রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে প্রথম একাদশেও ছিলেন তিনি। আর এবার জিনেদিন জিদানের হাতে তিনিই প্রধান রাইট ফুলব্যাক। তবে জিদান এর আগেও ফুলব্যাক পজিশনে বাধ্য হয়ে লুকাস ভাস্কেজকে খেলিয়েছেন।

বিজনেস আওয়ার/০৩ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দুই মাসের জন্য মাঠের বাইরে কার্ভাহাল

পোস্ট হয়েছে : ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০

স্পোর্টস ডেস্ক: স্পোর্টস ডেস্ক: শুক্রবার অনুশীলনের সময় ইনজুরিতে পড়ে দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ফুলব্যাক ড্যানিয়েল কার্ভাহাল। পায়ের পরীক্ষা করার পর দেখা গেছে তার ডান পায়ের হাটুর লিগামেন্টে চিড় ধরেছে। তার ইনজুরি থেকে মাঠে ফিরতে কমপক্ষে দুই মাস সময়ের প্রয়োজন হবে।’

ইনজুরির কারণে এল ক্লাসিকোও মিস করবেন কার্ভাহাল। আর তাই তো জিজুর দুঃশ্চিন্তা এবার একটু বেশিই বেড়েছে। এছাড়াও লা লিগায় লেভান্তে, কাদিজ, হুয়েস্কা, ভ্যালেন্সিয়া এবং ভিয়ারিয়ালের বিপক্ষের ম্যাচ মিস করবেন তিনি। কেবল তাইই নয় সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের চারটি ম্যাচেও দলের সঙ্গে থাকতে পারবেন না এই স্প্যানিশ ফুলব্যাক।

কার্ভাহালের ইনজুরির কারণে কপাল খুলে গেল আলভারো অদ্রিওজোলার। রিয়াল মাদ্রিদের দ্বিতীয় পছন্দের রাইট ফুলব্যাক তিনি। নিজেদের শেষ ম্যাচে রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে প্রথম একাদশেও ছিলেন তিনি। আর এবার জিনেদিন জিদানের হাতে তিনিই প্রধান রাইট ফুলব্যাক। তবে জিদান এর আগেও ফুলব্যাক পজিশনে বাধ্য হয়ে লুকাস ভাস্কেজকে খেলিয়েছেন।

বিজনেস আওয়ার/০৩ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: