বিজনেস আওয়ার ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
শনিবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে উপাচার্যের কার্যালয়ে প্রাক্তন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় অধ্যাপক আখতারুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, ঢাবি শিক্ষক সমিতি ও ঢাবি নীল দল তাকে শুভেচ্ছা জানায়।
গত রোববার (১৫ অক্টোবর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১১ (২) অনুসারে এক প্রজ্ঞাপনে অধ্যাপক মাকসুদ কামালকে পরবর্তী উপাচার্য হিসেবে হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর থেকে ছয় বছর উপাচার্যের দায়িত্ব পালন করেন অধ্যাপক আখতারুজ্জামান।
উল্লেখ্য, অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক। ২০২০ সালের জুন মাস থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্ব পালন করে আসছেন।
বিজনেস আওয়ার/এএইচএ