বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের জন্য ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শনিবার সকালে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিয়োগ কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্যান্য নিবন্ধনের মতো এই পরীক্ষায়ও প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট নেওয়া হবে। প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। সর্বশেষ তাদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের আগামী ৯ নভেম্বর থেকে আবেদনপত্র নেওয়া শুরু হবে। তা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
নিবন্ধন পরীক্ষার আবেদনপত্র
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদেরকে http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে প্রদত্ত ফরমে আবেদন করতে হবে।
খ. নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের এ বিজ্ঞপ্তির পদ্ধতি অনুসরণ করে আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে।
গ. বিজ্ঞপ্তিটি www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি
অনলাইনে এ আবেদনপত্র পূরণ ও ফি জমা প্রদান শুরু হবে ৯ নভেম্বর সকাল ৯ টায়। শেষ হবে ৩০ নভেম্বর রাত ১২টায়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সনদের মূলকপি মৌখিক পরীক্ষায় আবশ্যিকভাবে দেখাতে হবে।
৩০ নভেম্বর রাত ১২টার মধ্যে শুধুমাত্র User ID প্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন।
বর্তমানে ১৭তম নিবন্ধন পরীক্ষার মৌখিক পরীক্ষা চলছে। গত ৩০ আগস্ট রাতে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হন ২৬ হাজার ২৪২ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের ২ হাজার ১০১ জন, স্কুল ও সমপর্যায়ের ১৯ হাজার ৯৫ জন এবং কলেজ ও সমপর্যায়ের ৫ হাজার ৪৬ জন। তাদের মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
বিজনেস আওয়ার/এএইচএ