বিনোদন ডেস্ক: নতুন বিয়ে করা বউ নিয়ে হাবু ঢাকা শহরে বেড়াতে আসে। হাবুর খুব শখ হয় বউকে নিয়ে হলে গিয়ে সিনেমা দেখার। কিন্তু টিকিট কাটবে একটা, আর সেই এক টিকিটে সিনেমা দেখবে দু’জন। সিদ্ধান্ত হল, প্রথম অর্ধেক দেখবে হাবুর বউ পুনপুন, পরের অর্ধেক দেখবে হাবু।
হাবু সিনেমা হলের ভিতরে বউকে রেখে এসে মার্কেটে চলে আসে। সেখানে হঠাৎ দেখা হয় তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে। দু’জনে অনেক গল্পগুজব ও ঘোরাঘুরি করে। দুজনের মধ্যে ঘটতে থাকে নানা ঘটনা। প্রাক্তন প্রেমিকাকে পেয়ে হাবু ভুলে যায় তার বউয়ের কথা।
হঠাৎই একসময় হাবুর মনে পড়ে বউকে সিনেমা হলে রেখে সে চলে এসেছিল। ততক্ষণে দেরি হয়ে গেছে, হাবুর বউ সিনেমা হল থেকে বেরিয়ে তাকে না পেয়ে কান্নাকাটি জুড়ে দিয়েছে। এভাবেই এগিয়ে এগোতে থাকে হাসির নাটক ‘হাবু দ্যা গ্রেট’।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ওবিদ রেহান। নাটকটিতে নাম ভূমিকায় অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। তার বিপরীতে অভিনয় করেছেন অ্যানি খান ও দীপান্বিতা রায়। শনিবার (৩ অক্টোবর) রাত ৮ টায় নাটকটি প্রচারিত হবে আরটিভিতে।
নাটকটি প্রসঙ্গে পরিচালক ওবিদ রেহান বলেন, ‘হাবু দ্যা গ্রেট’ নাটকটির গল্প হাস্যরসে পূর্ণ। এর প্রতিটি চরিত্র শুরু থেকে শেষ পর্যন্ত দর্শককে আকৃষ্ট করবে। আশা করি, নাটকটি দর্শকপ্রিয়তা পাবে।
বিজনেস আওয়ার/০৩ অক্টোবর, ২০২০/এ