ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রক্তদাতা খুঁজে দিবে ‘বাঁধন অ্যাপ’

  • পোস্ট হয়েছে : ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • 56

বিজনেস আওয়ার প্রতিবেদক: রক্তদান ও রক্ত প্রাপ্তিকে আরো সহজ করতে তাদের সরাসরি সংযোগ সাধনের লক্ষ্যে তৈরি করা হয়েছে ‘বাঁধন অ্যাপ’।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বাঁধন অ্যাপটির টেকনিক্যাল পার্টনার হিসেবে ছিল স্টাইলেজওয়ার্ল্ড।

বাঁধন অ্যাপ গুগল প্লে-স্টোর যুক্ত করা হয়েছে এবং আইওএস অ্যাপেল স্টোরে যুক্ত করা হবে। রক্তদাতাকে খুঁজে পেতে রক্ত গ্রহীতাকে রোগীর অবস্থান করা হাসপাতালের নাম ও রক্তের গ্রুপ ইনপুট দিতে হবে। প্রাথমিক পর্যায়ে বাঁধন অ্যাপে সারা দেশের প্রায় ৬০ হাজার রক্তদাতার তথ্য সংযুক্ত আছে এবং প্রতিনিয়ত বাড়তে থাকবে।

সংবাদ সম্মেলনে বাঁধন ফাউন্ডেশনের সভাপতি রকিব আহমেদ, বাঁধন ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা কুরবানী আলী, মো. তাজুল ইসলাম, কেন্দ্রীয় বাঁধনের সভাপতি ফাহিম হোসেন ও সেক্রেটারি মো. আল-আমিন আলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে রূপান্তরের লক্ষ্যে ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল থেকে যাত্রা শুরু করে বাঁধন। গত ২৬ বছরে ৫৪ জেলার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানে এর কার্যক্রম সম্প্রসারণ করতে পেরেছে সংগঠনটি।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রক্তদাতা খুঁজে দিবে ‘বাঁধন অ্যাপ’

পোস্ট হয়েছে : ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: রক্তদান ও রক্ত প্রাপ্তিকে আরো সহজ করতে তাদের সরাসরি সংযোগ সাধনের লক্ষ্যে তৈরি করা হয়েছে ‘বাঁধন অ্যাপ’।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বাঁধন অ্যাপটির টেকনিক্যাল পার্টনার হিসেবে ছিল স্টাইলেজওয়ার্ল্ড।

বাঁধন অ্যাপ গুগল প্লে-স্টোর যুক্ত করা হয়েছে এবং আইওএস অ্যাপেল স্টোরে যুক্ত করা হবে। রক্তদাতাকে খুঁজে পেতে রক্ত গ্রহীতাকে রোগীর অবস্থান করা হাসপাতালের নাম ও রক্তের গ্রুপ ইনপুট দিতে হবে। প্রাথমিক পর্যায়ে বাঁধন অ্যাপে সারা দেশের প্রায় ৬০ হাজার রক্তদাতার তথ্য সংযুক্ত আছে এবং প্রতিনিয়ত বাড়তে থাকবে।

সংবাদ সম্মেলনে বাঁধন ফাউন্ডেশনের সভাপতি রকিব আহমেদ, বাঁধন ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা কুরবানী আলী, মো. তাজুল ইসলাম, কেন্দ্রীয় বাঁধনের সভাপতি ফাহিম হোসেন ও সেক্রেটারি মো. আল-আমিন আলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে রূপান্তরের লক্ষ্যে ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল থেকে যাত্রা শুরু করে বাঁধন। গত ২৬ বছরে ৫৪ জেলার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানে এর কার্যক্রম সম্প্রসারণ করতে পেরেছে সংগঠনটি।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: