ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানিতে চুক্তি সই

  • পোস্ট হয়েছে : ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • 56

বিজনেস আওয়ার প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে সরকার বছরে ১ মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনবে। এ লক্ষ্যে বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় দেশটির এক্সিলারেট এনার্জির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি সই করে পেট্রোলিয়াম কর্পোরেশন।

মার্কিন এই প্রতিষ্ঠানটি কক্সবাজারের মহেশখালীতে ভাসমান টার্মিনাল তৈরি করে। আর ২০১৮ সালের আগস্ট থেকে পেট্রোবাংলাকে এলএনজি সরবরাহ করছে তারা। দৈনিক গ্যাস সরবরাহের প্রায় ২৫ ভাগ আসছে এক্সিলারেট এনার্জি থেকে। এবার ২০২৬ থেকে পরবর্তী পনের বছর অর্থাৎ ২০৪১ সাল পর্যন্ত তাদের কাছ থেকে এলএনজি কেনার চুক্তি করলো পেট্রোবাংলা। এর ফলে বছরে মিলিয়ন টন এলএনজির সরবরাহ নিশ্চিত করলো জ্বালানি বিভাগ। এরমধ্যে ২০২৬ ও ২০২৭ সালে ০.৮৫ এমটিপিএ এলএনজি সরবরাহ করা হবে। এরপর ২০২৮ থেকে ২০৪০ সাল পর্যন্ত মার্কিন প্রতিষ্ঠানটি প্রতি বছর ১ এমটিপিএ এলএনজি সরবরাহ করবে।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে এই খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও বড় প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, আমি বিশ্বাস করি, আগামী পনের বছর এদেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই চুক্তি।

বিজনেস আওয়ার/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানিতে চুক্তি সই

পোস্ট হয়েছে : ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে সরকার বছরে ১ মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনবে। এ লক্ষ্যে বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় দেশটির এক্সিলারেট এনার্জির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি সই করে পেট্রোলিয়াম কর্পোরেশন।

মার্কিন এই প্রতিষ্ঠানটি কক্সবাজারের মহেশখালীতে ভাসমান টার্মিনাল তৈরি করে। আর ২০১৮ সালের আগস্ট থেকে পেট্রোবাংলাকে এলএনজি সরবরাহ করছে তারা। দৈনিক গ্যাস সরবরাহের প্রায় ২৫ ভাগ আসছে এক্সিলারেট এনার্জি থেকে। এবার ২০২৬ থেকে পরবর্তী পনের বছর অর্থাৎ ২০৪১ সাল পর্যন্ত তাদের কাছ থেকে এলএনজি কেনার চুক্তি করলো পেট্রোবাংলা। এর ফলে বছরে মিলিয়ন টন এলএনজির সরবরাহ নিশ্চিত করলো জ্বালানি বিভাগ। এরমধ্যে ২০২৬ ও ২০২৭ সালে ০.৮৫ এমটিপিএ এলএনজি সরবরাহ করা হবে। এরপর ২০২৮ থেকে ২০৪০ সাল পর্যন্ত মার্কিন প্রতিষ্ঠানটি প্রতি বছর ১ এমটিপিএ এলএনজি সরবরাহ করবে।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে এই খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও বড় প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, আমি বিশ্বাস করি, আগামী পনের বছর এদেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই চুক্তি।

বিজনেস আওয়ার/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: