আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার রাতভর ইসরায়েলের হামলায় জাবালিয়া, সাবরা এবং খান ইউনিসে নারী ও শিশুসহ অন্তত ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা, ওয়াফার বরাত দিয়ে আল জাকিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি বোমাবর্ষণে নারী ও শিশুসহ অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত দুটি আবাসিক ভবনে হামলা করে ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এতে কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছে।
ওয়াফা তাদের প্রতিবেদনে আরো বলেছে, একটি ইসরায়েলি বিমান এর আগে জাবালিয়ার আল-ইয়েমেন আল-সাইদ হাসপাতালের পাশে একটি বেসামরিক গাড়িকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়। এতে ১৯ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছিল।
জাবালিয়ায় একটি বাড়িতে বোমা হামলার পর আরও পাঁচটি মৃতদেহ ইন্দোনেশিয়ার হাসপাতালে এবং দুজনকে কামাল আদওয়ান হাসপাতালে নেওয়া হয়েছে।
গাজার পশ্চিমাঞ্চলীয় আল-সাবরায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এদিকে খান ইউনিসের পূর্বে বনি সুহাইলা শহরে আবু তাইম পরিবারের বাড়িতে পৃথক হামলায় শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।
বিজনেস আওয়ার/পিএস