ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনের প্রস্তুতি জানাতে বঙ্গভবনে সিইসি

  • পোস্ট হয়েছে : ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • 57

বিজনেস আওয়ার প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং তফশিলের সম্ভাব্য দিনক্ষণ জানাতে বঙ্গভবনে গেছেন সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার দুপুরে তারা বঙ্গভবনে যান। আগামী নির্বাচন নিয়ে তাঁরা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা করবেন। আগামী সপ্তাহে নির্বাচনের তফশিল ঘোষণা করা হতে পারে।

এর আগে ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আনুষ্ঠানিক তফশিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের রেওয়াজ রয়েছে। এরই অংশ হিসেবে দুপুরে ইসি সদস্যরা বঙ্গভবনে যান।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দেশবাসীর উদ্দেশে ভাষণের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করবেন। ১৩ অথবা ১৪ নভেম্বর এই ঘোষণা দেওয়া হতে পারে।

দেশের বড় দুই রাজনৈতিক শক্তি মুখোমুখি অবস্থানে থাকলেও ইসি কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার ইসি সদস্যরা সিইসির কক্ষে দীর্ঘ বৈঠক করেছেন। পরে ইসির মুখপাত্র ও ইসি কার্যালয়ের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, নির্বাচনের তফশিল ঘোষণার মতো অনুকূল পরিবেশ সম্পূর্ণরূপে রয়েছে। নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে ইসি বদ্ধপরিকর। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে।

বিজনেস আওয়ার/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নির্বাচনের প্রস্তুতি জানাতে বঙ্গভবনে সিইসি

পোস্ট হয়েছে : ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং তফশিলের সম্ভাব্য দিনক্ষণ জানাতে বঙ্গভবনে গেছেন সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার দুপুরে তারা বঙ্গভবনে যান। আগামী নির্বাচন নিয়ে তাঁরা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা করবেন। আগামী সপ্তাহে নির্বাচনের তফশিল ঘোষণা করা হতে পারে।

এর আগে ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আনুষ্ঠানিক তফশিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের রেওয়াজ রয়েছে। এরই অংশ হিসেবে দুপুরে ইসি সদস্যরা বঙ্গভবনে যান।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দেশবাসীর উদ্দেশে ভাষণের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করবেন। ১৩ অথবা ১৪ নভেম্বর এই ঘোষণা দেওয়া হতে পারে।

দেশের বড় দুই রাজনৈতিক শক্তি মুখোমুখি অবস্থানে থাকলেও ইসি কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার ইসি সদস্যরা সিইসির কক্ষে দীর্ঘ বৈঠক করেছেন। পরে ইসির মুখপাত্র ও ইসি কার্যালয়ের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, নির্বাচনের তফশিল ঘোষণার মতো অনুকূল পরিবেশ সম্পূর্ণরূপে রয়েছে। নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে ইসি বদ্ধপরিকর। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে।

বিজনেস আওয়ার/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: