ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

২৪ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘শ্যামা কাব্য’

  • পোস্ট হয়েছে : ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • 70

বিনোদন প্রতিবেদক : আগামী ২৪ নভেম্বর দেশব্যাপী মুক্তি পাচ্ছে বাংলা সিনেমা ‘শ্যামা কাব্য’। ‘শ্যামা কাব্য’ সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন মেধাবী পরিচালক বদরুল আনাম সৌদ।

সিনেমাটি আগমাী বছরের শুরুতে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম “বঙ্গ বিডি” তে মুক্তি পাবে। এছাড়া ওয়েব অ্যাপের মাধ্যমে ঘরে বসেই দর্শকরা সিনেমাটি অনলাইনে উপভোগ করার সুযোগ পাবেন।

সম্প্রতি প্যারিসে আয়োজিত গঁজ সুর স্যেন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের এই সিনেমাটি বিশেষ জুরি অ্যাওয়ার্ড, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চলচ্চিত্র এবং সেরা সম্পাদনা, মোট চারটি বিভাগে পুরস্কার পায়।

সিনেমাটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশের প্রথম এবং সর্বোচ্চ সংখ্যক কনটেন্ট সমৃদ্ধ প্ল্যাটফর্ম “বঙ্গ বিডি”, এবং সিনেমাটি প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।

বদরুল আনাম সৌদ পরিচালনার পাশাপাশি এই সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। চলচ্চিত্রটি ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছিল।

এই সিনেমায় কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান থান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম এবং এ কে আজাদ সেতু প্রমুখ।

সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমাটির গল্পটি শুধু মৌলিকই নয় এতে রয়েছে অকল্পনীয় টুইস্ট, ডিভোর্সের পর
স্ত্রী নীতুকে হারিয়ে মারাত্মক বিষণ্নতায় আক্রান্ত হয় আজাদ। ওসমানকে সে নিজের বড় ভাইয়ের মতো সম্মান করতো।

অথচ সেই ওসমানের সাথেই তার স্ত্রী পরীকায় জড়িয়েছিল। নিজের বিষণ্ণতা কাটাতে একদল টুরিস্টের সাথে সুন্দরবনে ভ্রমণ করতে যায় আজাদ। তবে তার মূল পরিকল্পনা- সেখানে গিয়ে আত্মহত্যার মাধ্যমে নিজের দুঃখভরা জীবনের ইতি টানা। কিন্তু ভ্রমণে গিয়ে শ্যামা নামের এক তরুণীর সাথে তার পরিচয় হয়। আজাদের জীবনে নতুন মোড় আসে। প্রাচীন এক অভিশাপের সাথে জড়িয়ে যায় সে।

বিজনেস আওয়ার/এসএস/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

২৪ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘শ্যামা কাব্য’

পোস্ট হয়েছে : ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩

বিনোদন প্রতিবেদক : আগামী ২৪ নভেম্বর দেশব্যাপী মুক্তি পাচ্ছে বাংলা সিনেমা ‘শ্যামা কাব্য’। ‘শ্যামা কাব্য’ সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন মেধাবী পরিচালক বদরুল আনাম সৌদ।

সিনেমাটি আগমাী বছরের শুরুতে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম “বঙ্গ বিডি” তে মুক্তি পাবে। এছাড়া ওয়েব অ্যাপের মাধ্যমে ঘরে বসেই দর্শকরা সিনেমাটি অনলাইনে উপভোগ করার সুযোগ পাবেন।

সম্প্রতি প্যারিসে আয়োজিত গঁজ সুর স্যেন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের এই সিনেমাটি বিশেষ জুরি অ্যাওয়ার্ড, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চলচ্চিত্র এবং সেরা সম্পাদনা, মোট চারটি বিভাগে পুরস্কার পায়।

সিনেমাটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশের প্রথম এবং সর্বোচ্চ সংখ্যক কনটেন্ট সমৃদ্ধ প্ল্যাটফর্ম “বঙ্গ বিডি”, এবং সিনেমাটি প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।

বদরুল আনাম সৌদ পরিচালনার পাশাপাশি এই সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। চলচ্চিত্রটি ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছিল।

এই সিনেমায় কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান থান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম এবং এ কে আজাদ সেতু প্রমুখ।

সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমাটির গল্পটি শুধু মৌলিকই নয় এতে রয়েছে অকল্পনীয় টুইস্ট, ডিভোর্সের পর
স্ত্রী নীতুকে হারিয়ে মারাত্মক বিষণ্নতায় আক্রান্ত হয় আজাদ। ওসমানকে সে নিজের বড় ভাইয়ের মতো সম্মান করতো।

অথচ সেই ওসমানের সাথেই তার স্ত্রী পরীকায় জড়িয়েছিল। নিজের বিষণ্ণতা কাটাতে একদল টুরিস্টের সাথে সুন্দরবনে ভ্রমণ করতে যায় আজাদ। তবে তার মূল পরিকল্পনা- সেখানে গিয়ে আত্মহত্যার মাধ্যমে নিজের দুঃখভরা জীবনের ইতি টানা। কিন্তু ভ্রমণে গিয়ে শ্যামা নামের এক তরুণীর সাথে তার পরিচয় হয়। আজাদের জীবনে নতুন মোড় আসে। প্রাচীন এক অভিশাপের সাথে জড়িয়ে যায় সে।

বিজনেস আওয়ার/এসএস/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: