বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৪টির বা ৩০.২২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে জুট স্পিনার্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস জুট স্পিনার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫৩.৪০ টাকা। আজ লেনদেন শেষে ইউনিটটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৩৮.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৪.৯০ টাকা বা ৪.২১ শতাংশ কমেছে। এর মাধ্যমে জুট স্পিনার্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- লিবরা ইনফিউশনের ৪.০৭ শতাংশ, জিকিউ বলপেনের ৩.৬৭ শতাংশ, জিলবাংলা সুগারের ৩.৫৩ শতাংশ, শ্যামপুর সুগারের ৩.১৯ শতাংশ, শমরিতার ২.৯৯ শতাংশ, আরডি ফুডের ২.৭৭ শতাংশ, নাভানা ফার্মার ২.৩০ শতাংশ, আজিজ পাইপসের ২.১৪ শতাংশ এবং জেমিনি সী ফুডের শেয়ার দর ২.০১ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/পিএস