বিজনেস আওয়ার প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
সোমবার (১৩ নভেম্বর) বিকেলে বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আর এই বৈঠকে পিটার হাসকে নিজের লেখা দুইটি বই এবং ফুল উপহার দিয়েছেন জাপা চেয়ারম্যান।
জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে অংশ নেয় দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু ও দলের কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ।
পিটার হাসকে দেওয়া উপহারের প্রসঙ্গে জানতে চাইলে মুজিবুল হক চুন্নু ঢাকা পোস্টকে বলেন, আসলে আমাদের চেয়ারম্যান তার নিজের লেখা দুই বই ‘বাংলাদেশে গণতন্ত্র সোনার পাথরবাটি’ ও ‘MISERIES OF MISCONCEIVED DEMOCRACY Volume-2’ উপহার দিয়েছেন। সঙ্গে একটি ফুলের তোড়াও উপহার দেওয়া হয়েছে।
এর আগে বৈঠক শেষে মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, মার্কিন রাষ্ট্রদূত মূলত তাদের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু লিখিত একটা চিঠি নিয়ে এসেছেন। তিনি চিঠিটা আমাদের পার্টির চেয়ারম্যানকে হস্তান্তর করেছেন। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে একই চিঠি দেওয়া হয়েছে।
চিঠির বিষয়বস্তু সম্পর্কে চুন্নু জানান, বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। চিঠিতে সেটি উল্লেখ করা হয়েছে।
বিজনেস আওয়ার/এএইচএ