বিজনেস আওয়ার প্রতিবেদক: বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায়ে কাকতালীয়ভাবে মিন্নির ইচ্ছেই পূরণ হয়েছে। মিন্নির আকুল আবেদন ছিল তার স্বামীর হত্যাকারীদের যেন ফাঁসির রায় হয়। রায়ে কিন্তু হত্যাকারীদের ফাঁসিই হয়েছে।
তবে পুলিশি তদন্তে রিফাত শরীফ হত্যাকাণ্ডে মিন্নির সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় আদালতের রায় অবশেষে তার জন্য বুমেরাং হয়ে গেল। ফেঁসে গেলেন তিনি নিজেও। অন্য পাঁচ আসামির সঙ্গে ফাঁসির রায় হয়েছে তারও।
এদিকে রায় প্রকাশের পরপরই গত বুধবার থেকে পুরোনো একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে। যেখানে মিন্নিকে বলে দেখা যায়, আমি আমার স্বামী হত্যার বিচার চাই। দোষীদের ফাঁসি চাই। ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে এই ভিডিও ক্লিপ শেয়ার হয়েছে।
মঈন মোশাররফ নামে এক ব্যক্তি কমেন্টস করেন, অবশেষে মিন্নির ইচ্ছাই পূরণ হয়েছে।
নকীব ইয়াহিয়া নামে এক ব্যক্তি ভিডিওটি শেয়ার করে ক্যাপশনের ঘরে লিখেছেন, সত্য সবসময় সুন্দর, মেনে নিতে হবে। এই মিন্নিই রিফাত হত্যার মাস্টারমাইন্ড।
উল্লেখ্য, গত বছর ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে নয়ন বন্ডের গ্যাং ‘বন্ড গ্রুপ’। এ হত্যা মামলায় ২৪ জনকে আসামি করে দুটি ভাগে গত বছরের ১ সেপ্টেম্বর চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা।
বিজনেস আওয়ার/০৪ অক্টোবর, ২০২০/এ