বিজনেস আওয়ার প্রতিবেদক : অস্বাস্থকরই ঢাকার বায়ু। মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা ১৫১ স্কোর নিয়ে ঢাকা বিশ্বে বায়ু দূষণের ১০ নম্বরে উঠে আসে। বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার সূত্রে এ তথ্য জানা গেছে।
একই সময়ে বিশ্বে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটি ৩৬৮ স্কোর নিয়ে শীর্ষে উঠে আসে। পাকিস্তানের লাহোর ২৮৪ স্কোর নিয়ে দ্বিতীয়, ইরাকের বাগদাদ ১৮৭ স্কোর নিয়ে তৃতীয়, পাকিস্তানের করাচি ১৬৯ স্কোর নিয়ে চতুর্থ, কুয়েত সিটি ১৬৩ স্কোর নিয়ে পঞ্চম, ভারতের মুম্বাই ১৬২ স্কোর নিয়ে ষষ্ঠ, ভারতের কলকাতা ১৬০ স্কোর নিয়ে সপ্তম, কাতারের দোহা ১৫৭ স্কোর অষ্টম এবং চীনের উহান ১৫৪ স্কোর নিয়ে নবম স্থানে অবস্থান করছে।
তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
বিজনেস আওয়ার/পিএস