ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘ডিএনসিসির ৩৭টি মার্কেটে বৈধ দোকানের চেয়ে অবৈধ দোকান বেশি’

  • পোস্ট হয়েছে : ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • 61

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির ৩৭টি মার্কেটে বৈধ দোকানের চেয়ে অবৈধ দোকান বেশি। এতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। কোনো ফাঁকা জায়গা নেই। যেখান দিয়ে মানুষ হাঁটাচলা করে এবং ফায়ার সার্ভিসের গাড়ি যাবে, সেখানেও দোকান তৈরি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদপুর কৃষি মার্কেটের পুনর্নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মেয়র এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘বহুতল ভবন বা বাজারে আগুন লাগলে হাহাকার লাগে। আগুন নেভনোর জন্য পানি খুঁজে পাওয়া যায় না। অথচ আগুন লাগার আগে নেভানোর জন্য আগে থেকে কারোই প্রস্তুতি থাকে না।

তাই ঢাকা উত্তর সিটি করপোরেশন সব মার্কেট, বহুতল ভবনে আগুন নেভানোর সরঞ্জাম নিশ্চিত করতে হবে।’

মেয়র আরো বলেন, ‘দীর্ঘ বছর ধরে মোহাম্মদপুর কৃষি মার্কেটের উন্নতি হয়নি। মার্কেট সমিতির কিছু নেতা উন্নয়ন দরকার নেই বলে বাধা দিয়েছেন। অথচ যত সময় মার্কেটের উন্নয়ন কাজ করা ভালো এ ধরনের অগ্নিকাণ্ড থেকে বাঁচা যেত।’

প্রধানমন্ত্রীর নির্দেশ মাহমুদপুর কৃষি মার্কেট পুনর্নির্মাণের কাজ দ্রুত সময় শুরু হয়েছে জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মার্কেটটি করে দিলে আবার আগুন লাগলে তখন কি হবে। এ জন্য ডিএনসিসির সংশ্লিষ্ট সবাইকে ফায়ার ডিল করতে বলছি। পাশাপাশি সব মার্কেটে আগুন নেবানোর ব্যবস্থা করতে বলেছি। সব বাসাবাড়িতে ফায়ার ডিল করতে হবে।’

ডিএনসিসির প্রকৌশল দপ্তর সূত্র জানিয়েছে, নতুন মার্কেট তৈরিতে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি টাকা।

তিন কোটি টাকা মার্কেট নির্মাণ এবং নগদ ১ কোটি টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাময়িক পুঁজি হিসেবে অনুদান দেওয়া হবে। বাকি ২ কোটি টাকা দেবে ত্রাণ মন্ত্রণালয়। আর মার্কেটটি আগের চেয়ে অন্তত এক ফুট উঁচু করা হবে। তিন দিকে ইটের দেয়াল থাকবে, এক পাশে খোলা জায়গা। সামনের পার্কিংয়ের জায়গায় পানি সংরক্ষণ ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখার ব্যবস্থা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় সংসদ সদস্য সাদেক খান প্রমুখ বক্তব্য দেন।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘ডিএনসিসির ৩৭টি মার্কেটে বৈধ দোকানের চেয়ে অবৈধ দোকান বেশি’

পোস্ট হয়েছে : ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির ৩৭টি মার্কেটে বৈধ দোকানের চেয়ে অবৈধ দোকান বেশি। এতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। কোনো ফাঁকা জায়গা নেই। যেখান দিয়ে মানুষ হাঁটাচলা করে এবং ফায়ার সার্ভিসের গাড়ি যাবে, সেখানেও দোকান তৈরি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদপুর কৃষি মার্কেটের পুনর্নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মেয়র এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘বহুতল ভবন বা বাজারে আগুন লাগলে হাহাকার লাগে। আগুন নেভনোর জন্য পানি খুঁজে পাওয়া যায় না। অথচ আগুন লাগার আগে নেভানোর জন্য আগে থেকে কারোই প্রস্তুতি থাকে না।

তাই ঢাকা উত্তর সিটি করপোরেশন সব মার্কেট, বহুতল ভবনে আগুন নেভানোর সরঞ্জাম নিশ্চিত করতে হবে।’

মেয়র আরো বলেন, ‘দীর্ঘ বছর ধরে মোহাম্মদপুর কৃষি মার্কেটের উন্নতি হয়নি। মার্কেট সমিতির কিছু নেতা উন্নয়ন দরকার নেই বলে বাধা দিয়েছেন। অথচ যত সময় মার্কেটের উন্নয়ন কাজ করা ভালো এ ধরনের অগ্নিকাণ্ড থেকে বাঁচা যেত।’

প্রধানমন্ত্রীর নির্দেশ মাহমুদপুর কৃষি মার্কেট পুনর্নির্মাণের কাজ দ্রুত সময় শুরু হয়েছে জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মার্কেটটি করে দিলে আবার আগুন লাগলে তখন কি হবে। এ জন্য ডিএনসিসির সংশ্লিষ্ট সবাইকে ফায়ার ডিল করতে বলছি। পাশাপাশি সব মার্কেটে আগুন নেবানোর ব্যবস্থা করতে বলেছি। সব বাসাবাড়িতে ফায়ার ডিল করতে হবে।’

ডিএনসিসির প্রকৌশল দপ্তর সূত্র জানিয়েছে, নতুন মার্কেট তৈরিতে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি টাকা।

তিন কোটি টাকা মার্কেট নির্মাণ এবং নগদ ১ কোটি টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাময়িক পুঁজি হিসেবে অনুদান দেওয়া হবে। বাকি ২ কোটি টাকা দেবে ত্রাণ মন্ত্রণালয়। আর মার্কেটটি আগের চেয়ে অন্তত এক ফুট উঁচু করা হবে। তিন দিকে ইটের দেয়াল থাকবে, এক পাশে খোলা জায়গা। সামনের পার্কিংয়ের জায়গায় পানি সংরক্ষণ ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখার ব্যবস্থা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় সংসদ সদস্য সাদেক খান প্রমুখ বক্তব্য দেন।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: