বিজনেস আওয়ার প্রতিবেদক: ভরণপোষণ না দেওয়ায় ছেলের বিরুদ্ধে মামলা করেছেন মোহাম্মদ আব্দুল আজিজ নামে ৭০ বয়সী এক বৃদ্ধ। মঙ্গলবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিনের আদালতে মামলাটি দায়ের করা হয়।
মামলায় তিনি ছেলে আবু ছালেকের (৩৫) পাশাপাশি পুত্রবধূ ইয়াসমিন আক্তার শিখাকে (২৫) আসামি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৃদ্ধ আব্দুল আজিজকে কোনোরকম ভরণপোষণ, খাবার ও চিকিৎসার খরচ দেন না তার ছেলে আবু ছালেক। গত ১ জুলাই ভরণপোষণ চাইলে আবু ছালেক বাবাকে গালিগালাজ ও মারধর করেন। একপর্যায়ে স্ত্রী শিখার প্ররোচনায় আবু ছালেক দা দিয়ে তার বাবাকে কোপ মারার জন্যও আক্রমণ করে এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এই ঘটনায় আব্দুল আজিজ থানায় অভিযোগ দেন। তখন থানা থেকে আজিজের সঙ্গে এমন ব্যবহার না করার জন্য ছেলেকে সতর্ক করা হয়। এই সময় ছালেক এমন ব্যবহার করবে না বলে ওয়াদা করে। কিন্তু এরপরও ভরণপোষণের কোন খরচ দেন নাই। গত ১২ নভেম্বরও বাবা ভরণপোষণ ও চিকিৎসার জন্য টাকা চান, কিন্তু ছেলে তা দিতে পারবে না বলে জানিয়ে দেন। একপর্যায়ে দুই আসামি মিলে ঘর থেকে বের করে দেওয়ার জন্য আজিজকে গালিগালাজ ও অপমান করে।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৌরপ কান্তি নাথ বলেন, ভরণপোষণ, খাবার ও চিকিৎসা খরচ না দেওয়ার অভিযোগে ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বৃদ্ধ আব্দুল আজিজ। আদালত শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
বিজনেস আওয়ার/এএইচএ