ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

একাদশ শ্রেণির ক্লাস শুরু

  • পোস্ট হয়েছে : ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • 55

বিজনেস আওয়ার প্রতিবেদক: অনলাইনে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা কলেজে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত থেকে এ অনলাইন ক্লাস উদ্বোধন করেন।

এদিকে অনলাইনে ক্লাস নেয়ার জন্য বেশিরভাগ কলেজের নেই সক্ষমতা। শিক্ষা বোর্ডগুলো নির্দেশনা দিলেও মফস্বলের কলেজগুলোতে তেমন কোনো প্রস্তুতি নেই। এসব কলেজের পক্ষ থেকে সশরীরে ক্লাস নেয়ার আবদারও বোর্ডে জমা পড়েছে।

জানা গেছে, ইন্টারনেটের দাম, কম গতির ইন্টারনেট ও ডিভাইস স্বল্পতার কারণে ক্লাসে অংশ নেওয়া কঠিন হয়ে পড়বে। এছাড়া মফস্বলের বেশিরভাগ শিক্ষকরাই তথ্যপ্রযুক্তিতে খুব একটা দক্ষ নন। সেক্ষেত্রে রোববার ক্লাস শুরু হলেও এতে শিক্ষার্থীরা কতটা উপকৃত হবেন সেই প্রশ্ন দেখা দিয়েছে।

এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার থেকে একাদশ শ্রেণির অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেয়া হয়।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে অনলাইনেই এই ক্লাস চলবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পর স্বাভাবিক শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হবে। এদিকে মহামারি করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বিজনেস আওয়ার/০৪ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

একাদশ শ্রেণির ক্লাস শুরু

পোস্ট হয়েছে : ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক: অনলাইনে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা কলেজে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত থেকে এ অনলাইন ক্লাস উদ্বোধন করেন।

এদিকে অনলাইনে ক্লাস নেয়ার জন্য বেশিরভাগ কলেজের নেই সক্ষমতা। শিক্ষা বোর্ডগুলো নির্দেশনা দিলেও মফস্বলের কলেজগুলোতে তেমন কোনো প্রস্তুতি নেই। এসব কলেজের পক্ষ থেকে সশরীরে ক্লাস নেয়ার আবদারও বোর্ডে জমা পড়েছে।

জানা গেছে, ইন্টারনেটের দাম, কম গতির ইন্টারনেট ও ডিভাইস স্বল্পতার কারণে ক্লাসে অংশ নেওয়া কঠিন হয়ে পড়বে। এছাড়া মফস্বলের বেশিরভাগ শিক্ষকরাই তথ্যপ্রযুক্তিতে খুব একটা দক্ষ নন। সেক্ষেত্রে রোববার ক্লাস শুরু হলেও এতে শিক্ষার্থীরা কতটা উপকৃত হবেন সেই প্রশ্ন দেখা দিয়েছে।

এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার থেকে একাদশ শ্রেণির অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেয়া হয়।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে অনলাইনেই এই ক্লাস চলবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পর স্বাভাবিক শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হবে। এদিকে মহামারি করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বিজনেস আওয়ার/০৪ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: