বিজনেস আওয়ার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে সোহেল (২২) নামের এক জেলে শ্রমিককে গুলি করে হত্যা করেছে স্থানীয় এহেছান নামের এক যুবক। এ ঘটনার আরো ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার বড় মহেশখালীর মগরিয়া কাটা নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সোহেল বড় মহেশখালী মগরিয়াকাটা আমতলী গ্রামের ওসমান গনির ছেলে।
নিহতের পরিবার জানায়, এহসানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্র দিয়ে বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করে। এসময় এহসানের গুলিতে সোহেল খুন হয়।
স্থানীয় সূত্র জানা গেছে, বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ক্রিকেট বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ চলাকালীন স্থানীয় চায়ের দোকানে পানি খাওয়াকে কেন্দ্র করে এহাসান ও সোহেল গং এর মধ্য কথা-কাটাকাটি হয়।
বৃহস্পতিবার সকালে এর জের ধরে আবারও উভয় পক্ষের মধ্যে সংর্ঘর্ষ হয়৷ এতে সোহেল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়। নিহত সোহেলের পরিবারের দাবি, পানি খাওয়াকে কেন্দ্র করে আজ সকালে এহাসানের নেতৃত্বে সোহেলের উপর বেশ কয়েকজন লোক হামলা করে এবং এহাসানের গুলিতে সোহেল নিহত হয়। এ ঘটনায় অন্তত আরো ৫ জন হয়।
আহতদের স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে ভর্তি করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিজনেস আওয়ার/এএইচএ