ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মধুপুরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে আহত, স্ত্রীর বিষপান

  • পোস্ট হয়েছে : ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • 89

বিজনেস আওয়ার প্রতিবেদক (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামী সুমনকে (৩৮) কুপিয়ে বিষপান করেছেন স্ত্রী সাবিনা বেগম (৩০)। গুরুতর আহতাবস্থায় সুমনকে প্রথমে মুধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৪ অক্টোবর) ভোরে মধুপুর পৌর এলাকার দামপাড়ায় স্বামীকে কুপানোর এমন ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী স্ত্রী সাবিনাকে আটকে একটি গাছে বেঁধে রাখে। সুমন দামপাড়ার আব্দুল মজিদের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। সুমন ও সাবিনার দাম্পত্য জীবনে এক মেয়ে (৫) ও আট মাস বয়সী ছেলে সন্তান রয়েছে।

সুমনের পারিবারিক সূত্র জানায়, সাবিনা বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন আচরণ করছেন। সুমনের এক ভগ্নিপতির দিকে বিক্ষুব্ধ হয়ে বটি ছুঁড়ে মারার ঘটনাও ঘটিয়েছেন কয়েকদিন আগে।

স্থানীয়রা জানান, গত ঈদুল আজহার আগে সাবিনার সঙ্গে সুমনের ভগ্নিপতি আপত্তিকর আচরণ করার পর থেকে অসংলগ্ন আচরণ শুরু করেন। এ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি চলছিল। রোববার সকালে ঘুম থেকে উঠার আগে স্বামীর ওপর বটি নিয়ে চড়াও হন সাবিনা। মাথাসহ দেহের বিভিন্ন স্থানে তিন চারটি কোপ দেন তিনি।

চিৎকার শুনে পরিবার ও স্থানীয়রা ছুটে এসে সাবিনাকে আটকে গাছে বেঁধে রাখে আর সুমনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা খারাপ থাকায় মমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

এদিকে খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে সাবিনাকে উদ্ধার করে মধুপুর থানা পুলিশ।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, সুমনের স্ত্রী সাবিনা ঘাস নিধনের বিষপান করেছেন। পুলিশি সহায়তায় সাবিনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস আওয়ার/০৪ অক্টোবর, ২০২০/টিএ/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মধুপুরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে আহত, স্ত্রীর বিষপান

পোস্ট হয়েছে : ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামী সুমনকে (৩৮) কুপিয়ে বিষপান করেছেন স্ত্রী সাবিনা বেগম (৩০)। গুরুতর আহতাবস্থায় সুমনকে প্রথমে মুধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৪ অক্টোবর) ভোরে মধুপুর পৌর এলাকার দামপাড়ায় স্বামীকে কুপানোর এমন ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী স্ত্রী সাবিনাকে আটকে একটি গাছে বেঁধে রাখে। সুমন দামপাড়ার আব্দুল মজিদের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। সুমন ও সাবিনার দাম্পত্য জীবনে এক মেয়ে (৫) ও আট মাস বয়সী ছেলে সন্তান রয়েছে।

সুমনের পারিবারিক সূত্র জানায়, সাবিনা বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন আচরণ করছেন। সুমনের এক ভগ্নিপতির দিকে বিক্ষুব্ধ হয়ে বটি ছুঁড়ে মারার ঘটনাও ঘটিয়েছেন কয়েকদিন আগে।

স্থানীয়রা জানান, গত ঈদুল আজহার আগে সাবিনার সঙ্গে সুমনের ভগ্নিপতি আপত্তিকর আচরণ করার পর থেকে অসংলগ্ন আচরণ শুরু করেন। এ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি চলছিল। রোববার সকালে ঘুম থেকে উঠার আগে স্বামীর ওপর বটি নিয়ে চড়াও হন সাবিনা। মাথাসহ দেহের বিভিন্ন স্থানে তিন চারটি কোপ দেন তিনি।

চিৎকার শুনে পরিবার ও স্থানীয়রা ছুটে এসে সাবিনাকে আটকে গাছে বেঁধে রাখে আর সুমনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা খারাপ থাকায় মমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

এদিকে খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে সাবিনাকে উদ্ধার করে মধুপুর থানা পুলিশ।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, সুমনের স্ত্রী সাবিনা ঘাস নিধনের বিষপান করেছেন। পুলিশি সহায়তায় সাবিনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস আওয়ার/০৪ অক্টোবর, ২০২০/টিএ/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: