আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজার ২৩ লাখ মানুষের মধ্যে ২২ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন। সংস্থাটি গাজায় ইসরায়েলি হামলা বন্ধের আহবান জানিয়েছে।
বার্তা সংস্থা আল জাজির এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে।
বিশ্ব খাদ্য সংস্থা বলেছে, “বিদ্যমান খাদ্য ব্যবস্থা ভেঙ্গে পড়ছে, এবং যারা প্রয়োজনে তাদের কাছে পৌঁছানোর জন্য ডব্লিউএফপি এবং আমাদের অংশীদারদের জ্বালানি, গ্যাস এবং সংযোগের মতো বর্ধিত অ্যাক্সেস এবং সংস্থান প্রয়োজন।”
এদিকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৩ হাজার ৩০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু রয়েছে।
বিজনেস আওয়ার/পিএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: