ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আবারও আরাভ খানের দোকান উদ্বোধনে দুবাইয়ে হিরো আলম

  • পোস্ট হয়েছে : ০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • 113

বিনোদন ডেস্ক: দেশের আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম দোকান উদ্বোধন করতে সংযুক্ত আরব আমিরাত গিয়েছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নিজেই।

হঠাৎ দুবাই যাওয়া প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘‘আমি দুবাই এসেছি আরাভ ভাইয়ের আমন্ত্রণে। আগামী ২৬ তারিখ তার একটি শোরুম উদ্বোধন করা হবে। সেই শোরুম উদ্বোধন করতেই দুবাই এসেছি। এরপর আমি দেশে ফিরে যাব। দুবাইয়ের দেরা এলাকার সাবকা বাস স্ট্যান্ডের অপজিটে আরবাজ সেন্টারে আরাভ খান মোবাইল পয়েন্ট নামের একটি শোরুম উদ্বোধন করব।’’

এর আগেও গত ১৪ মার্চ আরাভের স্বর্ণের দোকান উদ্বোধনে গিয়েছিলেন হিরো আলম। সেসময় তার সঙ্গে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসানও। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। এ ঘটনায় দেশে ফিরে ডিবির জিজ্ঞাসাবাদের মুখেও পড়েছিলেন তিনি। কারণ আরাভের নামে বাংলাদেশে একাধিক মামলা রয়েছে। পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলারও অন্যতম আসামি আরাভ খান। তার আসল নাম রবিউল ইসলাম মোল্লা।

পুলিশ হত্যাসহ ১২টি মামলার আসামি আরাভ খানের অনুষ্ঠানে কেন গেলেন, দেশে ফেরার পর এমন প্রশ্নের জবাবে তখন হিরো আলম বলেছিলেন- ‘কেউ তো আমাকে মানা করেনি। আমি যে দুবাইয়ে আসছি মিডিয়ার মাধ্যমে সবাই জেনেছে। কেউ আমাকে মানা করলে বিষয়টি ভেবে দেখতাম।’

এখানেই শেষ নয়। আসামি আরাভকে ধরিয়ে দিতেও পুলিশকে সাহায্য করবেন বলে জানিয়েছিলেন এই কনটেন্ট ক্রিয়েটর। বলেছিলেন, ‘আরাভ ইস্যুতে কোনো তথ্য বা সহযোগিতা লাগলে আমি করব। আরাভের বিষয়টি যেহেতু তারা তদন্ত করছেন, যেকোনো প্রয়োজনে তথ্য লাগলে আমি তাদের দেব। তিনি (আরাভ) যদি আসামি হয়ে থাকেন, তাকে ধরতে সহযোগিতা করা নাগরিক হিসেবে আমার দায়িত্ব।’

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আবারও আরাভ খানের দোকান উদ্বোধনে দুবাইয়ে হিরো আলম

পোস্ট হয়েছে : ০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: দেশের আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম দোকান উদ্বোধন করতে সংযুক্ত আরব আমিরাত গিয়েছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নিজেই।

হঠাৎ দুবাই যাওয়া প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘‘আমি দুবাই এসেছি আরাভ ভাইয়ের আমন্ত্রণে। আগামী ২৬ তারিখ তার একটি শোরুম উদ্বোধন করা হবে। সেই শোরুম উদ্বোধন করতেই দুবাই এসেছি। এরপর আমি দেশে ফিরে যাব। দুবাইয়ের দেরা এলাকার সাবকা বাস স্ট্যান্ডের অপজিটে আরবাজ সেন্টারে আরাভ খান মোবাইল পয়েন্ট নামের একটি শোরুম উদ্বোধন করব।’’

এর আগেও গত ১৪ মার্চ আরাভের স্বর্ণের দোকান উদ্বোধনে গিয়েছিলেন হিরো আলম। সেসময় তার সঙ্গে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসানও। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। এ ঘটনায় দেশে ফিরে ডিবির জিজ্ঞাসাবাদের মুখেও পড়েছিলেন তিনি। কারণ আরাভের নামে বাংলাদেশে একাধিক মামলা রয়েছে। পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলারও অন্যতম আসামি আরাভ খান। তার আসল নাম রবিউল ইসলাম মোল্লা।

পুলিশ হত্যাসহ ১২টি মামলার আসামি আরাভ খানের অনুষ্ঠানে কেন গেলেন, দেশে ফেরার পর এমন প্রশ্নের জবাবে তখন হিরো আলম বলেছিলেন- ‘কেউ তো আমাকে মানা করেনি। আমি যে দুবাইয়ে আসছি মিডিয়ার মাধ্যমে সবাই জেনেছে। কেউ আমাকে মানা করলে বিষয়টি ভেবে দেখতাম।’

এখানেই শেষ নয়। আসামি আরাভকে ধরিয়ে দিতেও পুলিশকে সাহায্য করবেন বলে জানিয়েছিলেন এই কনটেন্ট ক্রিয়েটর। বলেছিলেন, ‘আরাভ ইস্যুতে কোনো তথ্য বা সহযোগিতা লাগলে আমি করব। আরাভের বিষয়টি যেহেতু তারা তদন্ত করছেন, যেকোনো প্রয়োজনে তথ্য লাগলে আমি তাদের দেব। তিনি (আরাভ) যদি আসামি হয়ে থাকেন, তাকে ধরতে সহযোগিতা করা নাগরিক হিসেবে আমার দায়িত্ব।’

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: