আন্তর্জাতিক ডেস্ক: সাত সপ্তাহের যুদ্ধের পর প্রথমবারের মতো হামাস ও ইসরায়েলের সম্মতিতে গাজায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
ইসরায়েলি কারাগারে বন্দী ঊনত্রিশজন ফিলিস্তিনি বন্দী এবং গাজায় ইসরায়েলি ১৩ জন বন্দীকে আগামী কয়েক ঘন্টার মধ্যে মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এসময়ে সাহায্যকারী ট্রাকগুলোও গাজায় প্রবেশ করবে।
তবে জাতিসংঘ জানিয়েছে, কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরুর আগে গাজা উপত্যকা “আকাশ, স্থল ও সমুদ্র” থেকে তীব্র বোমাবর্ষণ করে ইসরায়েল।
অধিকৃত পশ্চিম তীরে রাতভর ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। যেখানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২২০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ১৪ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আর হামাসের হামলায় ইসরায়েলে সরকারিভাবে নিহতের সংখ্যা প্রায় ১২০০ জন।
বিজনেস আওয়ার/পিএস