বিজনেস আওয়ার প্রতিনিধি: পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাবনা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান উজ্জ্বলকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার।
পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর সেন্ট্রাল রোডের বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়। মনোনয়ন-সংশ্লিষ্ট ব্যাপারে তাকে তুলে নেওয়া হয়েছে বলেও অভিযোগ তাদের।
কামরুজ্জামান উজ্জ্বলের ব্যক্তিগত গাড়িচালক মো. মাসুম জানান, ঘটনার রাত ৩টার দিকে প্রথমে কয়েকজন তার বাসায় যায়। নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দেয়। এরপর মাসুমকে নিয়ে ওই আওয়ামী লীগ নেতার বাসায় যায়। সেখান থেকে উজ্জ্বলকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। তবে কেন নিয়ে যাওয়া হচ্ছে সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।
ডিএমপির জনসংযোগ বিভাগের ডিসি ফারুক হোসেন বলেন, তাকে কেন আটক করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত ডিবিই ভালো বলতে পারবে।
কামরুজ্জামান উজ্জ্বল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান ট্রাস্টি।
বিজনেস আওয়ার/এএইচএ