বিজনেস আওয়ার প্রতিবেদক: সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনা-সমালোচনার ঝড় বইছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে। এক সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ এনে আবারও আলোচনায় তিনি। বিষয়টি নিয়ে কম আলোচনা সমালোচনা হয়নি। অবশেষে তানজিন তিশার সঙ্গে সাংবাদিকদের দ্বন্দ্বের অবসান ঘটল।
শনিবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেন তিশা। অভিনয়শিল্পী সংঘ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সর্বশেষ ডিবি প্রধান হারুনের মধ্যস্ততায় তানজিন তিশা গণমাধ্যমকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, আমার আসলে ওভাবে কথা বলা ঠিক হয়নি। সেটা আমি জানি। আমি আমার ভুল বুঝতে পেরে সকলের কাছেই দুঃখপ্রকাশ করেছি।
ডিবি প্রধান হারুন বলেন, অভিনয়শিল্পী তানজিন তিশা আমাদের কাছে একটি অভিযোগ করেছে। সেটা আজ উভয় পক্ষ বসে সমঝোতা করে তিশা তার অভিযোগ প্রত্যাহার করেছেন।
ঘটনার সূত্রপাত অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে। এরপর একজন গণমাধ্যমকর্মী তার নিজস্ব সোর্সে জানতে পারেন ‘অ্যাবরশ’ করিয়েছেন তানজিন তিশা। এই ব্যাপারে ওই গণমাধ্যমকর্মী অভিনেত্রীর কাছে জানতে চান। এরপর এ অভিনেত্রী সেই সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীদের উড়িয়ে দেওয়াসহ নানা ঔদ্ধত্যপূর্ণ কথা বলেন। এ নিয়ে ফের ডিবি কার্যালয়ে আসেন অভিযোগ জানাতে। সেখানেও নানা ঔদ্ধত্যপূর্ণ কথা বলেন তিনি। এরপর দেশের বিনোদন সাংবাদিকমহল এক হয়ে এর প্রতিবাদ জানায়।
বিজনেস আওয়ার/এএইচএ