আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩৯ ফিলিস্তিনি। হামাস-ইসরায়েলের মধ্যকার বন্দি বিনিময় চুক্তির আওতায় এসব বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।
রোববার (২৬ নভেম্বর) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দি বিনিময় চুক্তির আওতায় ইসরায়েল আরও ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। তাদের মধ্যে ৩৩ জন শিশু রয়েছেন। এছাড়া দ্বিতীয় দফায় আরও ছয় নারীকেও মুক্তি দিয়েছে ইসরায়েল।
এর আগে রোববার ভোরে জানানো হয়, ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের (আইসিআরসি) কাছে ১৩ ইসরায়েলিকে হস্তান্তর করেছে হামাস। এসময় চার বিদেশী নাগরিককেও হস্তান্তর করা হয়।
ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলের অফার কারাগার থেকে রেড ক্রস এসব বন্দিদের পশ্চিম তীরের আল-বিরেহ এলাকায় হস্তান্তর করেছে। এ সময় শত শত ফিলিস্তিনি আল-বিরেহ পৌরসভা স্কয়ারে জড় হয়ে মুক্তি পাওয়া এসব বন্দিকে স্বাগত জানান।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্দিদের মধ্যে পাঁচজনকে অধিকৃত পূর্ব জেরুজালেমে মুক্তি দেওয়া হয়েছে। তারা ইসরায়েলের আল-মাসকোবিয়েহ কারাগারে বন্দি ছিলেন। এসব বন্দিদের তাদের পরিবার গ্রহণ করেছে।
গত শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়। কাতারের মধ্যস্থতায় হওয়ার এই যুদ্ধবিরতির মধ্যদিয়ে গাজায় ইসরাইলের বোমাবর্ষণ বন্ধ হয়ে যায়। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রথমদিন স্থানীয় সময় বিকাল ৪টায় ১৩ জন ইসরাইলি ও ১২ জন থাই নাগরিককে মুক্তি দেয় হামাস। এর আড়াই ঘণ্টা পর কারাগার থেকে ৩৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল।
বিজনেস আওয়ার/এএইচএ