বিনোদন ডেস্ক: অভিনেত্রী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক জ্যোতিকা পাল জ্যোতি অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৫ নভেম্বর) রাতে তীব্র পেট ব্যথা নিয়ে অভিনেত্রী হাসপাতালের জরুরি বিভাগে আসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক ও নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল। তিনিই অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করেছেন।
জানা গেছে, জ্যোতির শরীরে রক্তের প্রদাহ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ও কিডনি সংক্রমণসহ নানাবিধ উপসর্গ দেখা দিয়েছে। এ ছাড়া অনিয়ন্ত্রিত ডায়াবেটিসও রয়েছে তার।
বর্তমানে অভিনেত্রী এন্ডোক্রাইনোলজিস্ট (ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ) ও মেডিসিন বিশেষজ্ঞ এর তত্ত্বাবধানে রয়েছেন। তবে তিনি কমপক্ষে ৪৮ ঘণ্টা অবজারভেশনে থাকবেন।
জ্যোতিকা জ্যোতির উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে: আয়না, নন্দিত নরকে, জীবনঢুলী, অনিল বাগচীর একদিন, লাল মোরগের ঝুঁটি ও বঙ্গমাতা।
এ ছাড়া টিভি নাটকেও অভিনয়ে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তিনি। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে: আর একবার, ইউসুফ ভাবী, ইন্টার মিডিয়েট থার্ড ইয়ার, গন্তব্যের দিকে, চিঠি, হাওয়াই শহরের গল্প, বিশ্বাসে ভালোবাসা, পুশিং সেল, মুকুটহীন নবাব প্রভৃতি।
বিজনেস আওয়ার/এএইচএ