বিজনেস আওয়ার প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে করতোয়া নামের একটি স্পিনিং কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। সোমবার (২৭ নভেম্বর) ভোরে ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, করতোয়া স্পিনিং নামের সুতা তৈরির কারখানার ব্লু রুমের যন্ত্র থেকে ভোর ৫টার দিকে আগুন লাগে। মুহূর্তেই আগুন ব্লু রুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানার পরিচালক (অপারেশন) আনোয়ার হোসেন বলেন, আগুনে ব্লু রুমে থাকা মূল্যবান যন্ত্রাংশ, তুলাসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, দ্রুত সময়ের মধ্যে কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্লু রুমের মেশিনের স্ফুলিঙ্গ থেকে আগুন লেগে থাকতে পারে।
বিজনেস আওয়ার/পিএস