বিনোদন ডেস্ক: গত বছর ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ হয় পপতারকা শাকিরার। এরপর ঝড়ঝাপ্টা সামলে থিতু হতে না হতেই আইনি জটিলতায় জড়িয়েছেন শাকিরা। গত কয়েক বছর কর ফাঁকি দিয়েছেন শাকিরা।
তার বিরুদ্ধে স্প্যানিশ সরকারের অভিযোগ, শাকিরা গত পাঁচ বছরে কোনো কর মেটাননি। শুধু তা-ই নয়, ভুয়া এক সংস্থার নাম ব্যবহার করে নাকি কর ফাঁকির ছক কষেছিলেন। ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে নাকি প্রায় ১২৮ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন এ পপতারকা। সেই আইনি জটিলতা গড়িয়েছিল আদালত পর্যন্ত। স্প্যানিশ আইন অনুসারে বছরের ৩৬৫ দিনের মধ্যে ১৮৩ দিন স্পেনে কাটালে বসবাসকারীদের কর দিতে হয়। পিকের সঙ্গে সম্পর্কে থাকাকালীন নাকি বার্সেলোনায় থাকতেন তারা। পরে সম্পর্ক ভেঙে যাওয়ায় নাকি মায়ামিতে চলে যান।
এরই মধ্যে শাকিরাস্পেনে কর ফাঁকির অন্য একটি মামলায় ৬ দশমিক ৬ মিলিয়ন ইউরোপ্রদান করেছেন। শাকিরার এজেন্ট গত শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া২০১২-১৪ সালের কর মামলায় বিচার এড়াতে একটি চুক্তি করেন গায়িকা। যার অংশ হিসেবে সেই মামলায় উল্লিখিত বকেয়া পরিমাণের ৫০ শতাংশ চার্জ এবং জরিমানা ৭ দশমিক ৩ মিলিয়ন ইউরোর (৭ দশমিক ৫ মিলিয়ন ডলার) বেশি পরিশোধ করবেন এ গায়িকা।
বিজনেস আওয়ার/এএইচএ