ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধবিরতি দুই দিন বাড়লো

  • পোস্ট হয়েছে : ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • 82

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি আরও দুই দিন বাড়ানো হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। সোমবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজা উপত্যকায় আরও দুই দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। একই শর্তানুসারে অস্থায়ী মানবিক এ যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। ইসরায়েল এবং হামাসের সাথে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে কাতার এবং মিসর।

এদিকে আজ ছিল হামাস-ইসরায়েলের চার দিনের যুদ্ধবিরতির শেষ দিন। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল স্থানীয় সময় মঙ্গলবার ভোরে। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নতুন করে যুদ্ধবিরতির সময় ২ দিন বাড়ানো হলো।

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার জানিয়েছিলেন, গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে তার প্রশাসনের কোনো আপত্তি নেই। তবে এ জন্য শর্ত বেঁধে দিয়েছেন তিনি। এক দিন মেয়াদ বাড়াতে ১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে বলে শর্ত দেন তিনি।

ইসরায়েলে জানিয়েছে, যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের উদ্ধারের পর গাজায় ফের হামলা করবে তারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যে অভিযান শুরু হয়েছে, তা কেবল হামাসকে নির্মূলের মাধ্যমে শেষ হবে।

তবে জাতিসংঘের ত্রাণ সংস্থা-ইউএনআরডব্লিউ বলছে, ইসরায়েল হামাসকে নির্মূলের জন্য দক্ষিণ গাজাতে হামলা করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

বিজনেস আওয়ার/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গাজায় যুদ্ধবিরতি দুই দিন বাড়লো

পোস্ট হয়েছে : ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি আরও দুই দিন বাড়ানো হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। সোমবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজা উপত্যকায় আরও দুই দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। একই শর্তানুসারে অস্থায়ী মানবিক এ যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। ইসরায়েল এবং হামাসের সাথে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে কাতার এবং মিসর।

এদিকে আজ ছিল হামাস-ইসরায়েলের চার দিনের যুদ্ধবিরতির শেষ দিন। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল স্থানীয় সময় মঙ্গলবার ভোরে। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নতুন করে যুদ্ধবিরতির সময় ২ দিন বাড়ানো হলো।

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার জানিয়েছিলেন, গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে তার প্রশাসনের কোনো আপত্তি নেই। তবে এ জন্য শর্ত বেঁধে দিয়েছেন তিনি। এক দিন মেয়াদ বাড়াতে ১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে বলে শর্ত দেন তিনি।

ইসরায়েলে জানিয়েছে, যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের উদ্ধারের পর গাজায় ফের হামলা করবে তারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যে অভিযান শুরু হয়েছে, তা কেবল হামাসকে নির্মূলের মাধ্যমে শেষ হবে।

তবে জাতিসংঘের ত্রাণ সংস্থা-ইউএনআরডব্লিউ বলছে, ইসরায়েল হামাসকে নির্মূলের জন্য দক্ষিণ গাজাতে হামলা করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

বিজনেস আওয়ার/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: