আন্তর্জাতিক ডেস্ক: চাইনিজ ও ভারতীয়দের ভিসা-ফ্রি প্রবেশ সুবিধা দিচ্ছে মালয়েশিয়া। আগামী ১ ডিসেম্বর থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত দুই দেশের নাগরিকদের ভিসা-ফ্রি প্রবেশের অনুমতি দিয়েছে কুয়ালালামপুর সরকার। খবর এনডিটিভি।
গতকাল রোববার (২৬ নভেম্বর) পিপলস জাস্টিস পার্টির কংগ্রেসে এ ঘোষণাটি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বিদেশীদের প্রবেশের ক্ষেত্রে মালয়েশিয়ায় চীন ও ভারতের অবস্থান যথাক্রমে চতুর্থ ও পঞ্চম। এ কারণে নতুন এ সুযোগ দেয়া হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা।
মালয়েশিয়ার সরকারি তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশটিতে পা রেখেছেন ৯১ লাখ ৬০ হাজার পর্যটক। যার মধ্যে চীন থেকে গিয়েছেন চার লাখ ৯৮ হাজার ৫৪০ জন। ভারত থেকে ছিল দুই লাখ ৮৩ হাজার ৮৮৫ পর্যটক।
করোনা মহামারীর আগে ২০১৯ সালে মালয়েশিয়ায় চীন থেকে আসা পর্যটকের সংখ্যা ছিল দশ লাখ ৫০ হাজার, অন্যদিকে ভারত থেকে আসে তিন লাখ ৫৪ হাজার ৪৮৬ জন।
এ পরিসংখ্যান অনুযায়ী, করোনা-১৯ মহামারী পরবর্তী সময়ে চীন ও ভারত থেকে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটন হারিয়েছে কুয়ালালামপুর। যা প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতেও।
বিজনেসআওয়ার/এএইচএ