বিজনেস আওয়ার প্রতিবেদক : আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘণীভূত হতে পারে।
বুধবার (২৯ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
লঘুচাপটি সুস্পষ্ট হলেও সারাদেশের আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আকাশ মেঘলা থাকলেও সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিজনেস আওয়ার/পিএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: