বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতের ঘোষিত বোনাস লভ্যাংশ প্রদানে অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আর সেই বোনাস লভ্যাংশ প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। ফলে ডিভিডেন্ড প্রদানে কোন প্রকার বাধা নেই।
আইন মতে, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ ইস্যু করতে পারবে না।
বিজনেস আওয়ার/পিএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: